ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

ধর্ম-বিচ্ছিন্ন রাজনীতি সমাজ ও রাষ্ট্রের জন্য বিপজ্জনক: ধর্ম উপদেষ্টা

২০২৫ নভেম্বর ২৩ ২০:০৫:৫১

ধর্ম-বিচ্ছিন্ন রাজনীতি সমাজ ও রাষ্ট্রের জন্য বিপজ্জনক: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ধর্ম এবং রাজনীতির বিচ্ছিন্নতা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপজ্জনক হতে পারে, এবং ধর্মীয় মূল্যবোধ ছাড়া কোনো সমাজ বা রাষ্ট্র টিকে থাকতে পারবে না। তিনি এই মন্তব্য করেন রোববার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত ইমাম-খতিব সম্মেলনে, যা শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন জেলা ও মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, রাজনীতি, সমাজ ও কূটনীতির সঙ্গে ধর্মীয় অনুভূতি জাগ্রত করা গুরুত্বপূর্ণ। ধর্মকে অবহেলা করলে যে কোনো সময় বিপদে পড়া সম্ভব। গণতন্ত্র বা রাজতন্ত্রের ক্ষেত্রেই যদি ধর্ম থেকে রাজনীতি এবং সমাজ ব্যবস্থার বিচ্ছিন্নতা থাকে, তাহলে চেঙ্গিস খানের বর্বরতার মতো পরিস্থিতি বিরাজ করতে পারে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, দায়িত্বশীলরা ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদের জন্য জাতীয় পে-স্কেলের আওতায় সম্মানজনক বেতন এবং উৎসব ভাতা প্রদানের ব্যবস্থা করবেন।

সম্মেলনে বক্তব্য দেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশেকুর রহমান প্রমুখ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত