ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

নারী নির্যাতন মামলায় গ্রেফতার মুফতি মামুনুর রশিদ কাসেমী

২০২৫ নভেম্বর ২৩ ১৯:২৫:২৮

নারী নির্যাতন মামলায় গ্রেফতার মুফতি মামুনুর রশিদ কাসেমী

নিজস্ব প্রতিবেদক: নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার হয়েছেন আলোচিত মুফতি ও শরীয়াহ-ভিত্তিক নিকাহ পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ কাসেমী।

রোববার বিকেল ৩টার দিকে ঢাকার আঁটিবাজারের বাসা থেকে তাকে কেরানীগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত পরশু কাসেমীর স্ত্রী কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আজ তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি আমাদের হেফাজতে আছেন।’

মুফতি কাসেমী বহুবিবাহের কারণে বহুবার সমালোচিত। তৃতীয় স্ত্রী পরিচয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছে তামান্না হাতুন। ওই নারী দাবি করেছেন, ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’ নারীকে কেবল এক থেকে দুই মাসের জন্য কন্টাক্টে বিবাহে যুক্ত করে কিছু বড়লোকের সঙ্গে। পরে যখন তারা সম্পর্ক ছিন্ন করে, প্রশ্ন করলে বলা হয়, ‘বউ বেশি তর্ক করে তাই ছেড়ে দিয়েছি।’

ফেসবুক পোস্টে তামান্না হাতুন লিখেছেন, তিনি মুফতির সঙ্গে এক বছরের মৌখিক বিবাহে সংসার করেছেন। বাচ্চা হওয়ার আগে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় এবং পরে জোর করে গর্ভপাতের ওষুধ খাওয়ানো হয়। একই সময় কুষ্টিয়ায় ১৩ বছরের একটি মেয়ের সঙ্গে মুফতি কাসেমীর নতুন বিবাহ সম্পন্ন হয়।

তিনি আরও জানান, তিনি আইডিয়াল ম্যারেজ ব্যুরোর পেছনের নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধ করতে চাইছেন এবং অভিযোগ দায়ের করেছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত