ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

২০২৫ নভেম্বর ২৩ ০৯:১১:২৬

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নানা সংগঠনের কর্মসূচি শহরের সড়কব্যবস্থায় চাপ তৈরি করে। ফলে অফিস বা জরুরি কাজে বের হলেই কখন কোথায় ভোগান্তিতে পড়তে হবে তা আগেই জেনে রাখা জরুরি হয়ে পড়ে। আজ রবিবার (২৩ নভেম্বর) শহরে যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, দিনের শুরুতেই সেগুলো জানা থাকলে চলাচলে সুবিধা হবে।

রাষ্ট্রপতির কর্মসূচি

আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকে বসবেন বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

রিজভীর কর্মসূচি

সকাল ১০টায় ভাসানী মিলনায়তনে দোয়া মাহফিলে যোগ দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর এক ঘণ্টা পর বেলা ১১টায় তিনি জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন হলে একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন।

খসরুর কর্মসূচি

একই সময়ে, বেলা ১১টায় পিজি হাসপাতাল অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ফারুকের কর্মসূচি

জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বেলা ১১টায় শুরু হবে আরেকটি আলোচনা সভা, যেখানে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক।

যুবদলের কর্মসূচি

বিকেল সাড়ে ৩টায় নিউমার্কেট থানা যুবদলের ব্যানারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কাটাবন ঢাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

এনসিপির কর্মসূচি

অন্যদিকে, বেলা ১১টায় শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন আয়োজিত হবে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত