ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

পুরান ঢাকার ভবনঝুঁকি নিয়ে যা জানালেন রাজউক চেয়ারম্যান

২০২৫ নভেম্বর ২২ ১৩:২১:০০

পুরান ঢাকার ভবনঝুঁকি নিয়ে যা জানালেন রাজউক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার অনেক ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, এখানে কোনো বৈধ পরিকল্পনা ছাড়া মাত্র এক কাঠার জমিতেও ৬-৭ তলা বাড়ি নির্মাণ করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) পুরান ঢাকার বংশাল এলাকায় বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রাজউক চেয়ারম্যান জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কসাইটুলীর একটি ভবনের নকশা আগামী সাত দিনের মধ্যে দেখাতে ব্যর্থ হলে ভবনটি সিলগালা করা হবে। তিনি আরও বলেন, এক কাঠারের নিচে কোনো প্ল্যান দেওয়া হয় না। যারা জোর করে নির্মাণ করছেন, তাদের মিটার কেটে দেওয়া হচ্ছে। তারপরও চোরাই মিটার বা জেনারেটর ব্যবহার করে কাজ চালানো হচ্ছে।

তিনি অবহিত করেন, পুরান ঢাকার শত বছরের পুরাতন ভবনের ঐতিহ্য রক্ষা করে রাজউক নতুন পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নিয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত