ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সেনানিবাসে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে খালেদা জিয়া

২০২৫ নভেম্বর ২১ ১৮:৪৮:৪৯

সেনানিবাসে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতা ঘিরে ঢাকার সেনাকুঞ্জে শুক্রবার এমন একটি মুহূর্ত সৃষ্টি হয়, যা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দেয় একান্তে মুখোমুখি হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে উপস্থিত অনেকের নজর কাড়ে তাদের আন্তরিক কুশল বিনিময় ও স্বতঃস্ফূর্ত হাস্যোজ্জ্বল আলাপ।

শুক্রবার বিকেলে সেনানিবাসের সেনাকুঞ্জে তাদের এ বৈঠক হয়। কয়েক মিনিটের এই আলাপে কী কথা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ১২ বছর পর গত বছর আবারও তিনি সেখানে যান। চিকিৎসকদের পরামর্শে এবারও তিনি অনুষ্ঠানে উপস্থিত হন।

বিকেল পৌনে ৪টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হয়ে সাড়ে ৪টার দিকে তিনি সেনাকুঞ্জে পৌঁছান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে কয়েক মিনিট একান্তে কথা বলেন। তবে আলাপের বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু জানাননি।

তিনি আরও জানান, খালেদা জিয়ার সঙ্গে একই গাড়িতে ছিলেন তার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান সিঁথি এবং প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার।

এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং হাফিজ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত