ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

এক নজরে ঢাকাসহ দেশের ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য

২০২৫ নভেম্বর ২১ ১২:৩১:৫৬

এক নজরে ঢাকাসহ দেশের ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য

মো: আবু তাহের নয়ন :রাজধানী ও নারায়ণগঞ্জে ভয়াবহ ভূমিকম্প: নিহত ৪, আহত বহু রাজধানী ঢাকা শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্পের ধাক্কায় কেঁপে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কম্পনের উৎপত্তি নরসিংদীর মাধবদীতে এবং ঢাকায় এর মাত্রা রিখটার স্কেলে ৫.৭।

. বংশাল: রেলিং ভেঙে তিন পথচারী নিহত

বংশালের কসাইতলীর ২০/সি কেপি ঘোষ স্ট্রিটে ভূমিকম্পের প্রভাবে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে তিনজন পথচারীর প্রাণহানি ঘটে। বংশাল থানার ডিউটি অফিসার নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন। কম্পনের তীব্রতার কারণে ভবনের রেলিং ছিঁড়ে পড়লে তারা তাৎক্ষণিক মৃত্যু বরণ করেন।

২. বাড্ডা: ভবন হেলে পড়ার ঘটনায় আতঙ্ক

একই ভূমিকম্পের প্রভাবে রাজধানীর বাড্ডার লিংক রোডে একটি ভবন হেলে পড়ে। খেলোয়াড়রা ড্রেসিংরুম থেকে বের হয়ে বাউন্ডারি লাইনে চলে যান এবং দর্শকরাও আতঙ্কিত হয়ে ছুটে বের হন। খেলা তিন মিনিটের জন্য বন্ধ থাকে। এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ভবনের ক্ষতিগ্রস্ত অংশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

৩. ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীরা আহত

ঢাবির কয়েকটি হলে ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থী নূরুল হুদার পা ভেঙে গেছে। হাজী মুহাম্মদ মুহসিন হলের তিনতলা ও জিয়াউর রহমান হলের দ্বিতীয় তলা থেকে আরও তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের সবাইকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাজী মুহসিন হলের চারতলা থেকেও কয়েকজন শিক্ষার্থী লাফ দেওয়ার ঘটনায় আহত হয়েছেন। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানজীর আহমেদ এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থীও আঘাত পেয়েছেন।

এ এফ রহমান হলের একটি কক্ষের জিনিসপত্র ছড়িয়ে গেছে। এছাড়া শেখ মুজিবুর রহমান হলের নতুন জুলাই শহীদ স্মৃতি ভবনের কিছু জায়গায় পলেস্তারা খসে পড়া ও ফাটল দেখা গেছে।

৪. রূপগঞ্জ, নারায়ণগঞ্জ: দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের ধাক্কায় দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফাতেমার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। নিহত শিশুটি আব্দুল হকের কন্যা। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন।

৫. ভূমিকম্পের বিস্তার ও নিরাপত্তা সতর্কতা

ভয়াবহ কম্পনটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এর প্রভাব বিস্তৃত। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে কম্পনের অনুভূতি সৃষ্টি হয়। রাজধানীবাসী আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে এবং জরুরি অবস্থার জন্য মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। দমকল ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের ভূমিকম্প অপ্রত্যাশিত এবং শক্তিশালী কম্পনের প্রভাব কয়েক সেকেন্ডের মধ্যে বিস্তৃত হতে পারে।

রাজধানীর গুরুত্বপূর্ণ সেতু, বাণিজ্যিক এলাকা ও বাসস্থানের নিরাপত্তা পরীক্ষা করা হচ্ছে। সরকারী কর্মকর্তা জনগণকে সচেতন থাকার এবং জরুরি অবস্থায় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বার্তা দিয়েছেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত