ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির নতুন আলোচনা

২০২৫ নভেম্বর ২১ ০৯:৫৬:৩৪

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির নতুন আলোচনা

নিজস্ব প্রতিবেদক :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এবার মোট ২৩টি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনা হবে, যার মধ্যে রয়েছে নিরাপত্তা জোরদার, অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, নির্বাচনি পরিবেশ বজায় রাখা, পোস্টার–ব্যানার অপসারণ, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সুরক্ষা এবং প্রযুক্তি ব্যবহার করে ভুল তথ্য প্রতিরোধের মতো বিষয়।

ইসি সূত্র জানায়, গত ২০ অক্টোবর প্রথম বৈঠকে ১৩টি ইস্যু আলোচিত হয়েছিল। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে এবার আরও ১০টি নতুন বিষয় যুক্ত হয়েছে। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কর্মপরিকল্পনা ও সমন্বয় ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচনি সরঞ্জাম পরিবহনে হেলিকপ্টারসহ বিশেষ সহায়তার বিষয়টিও বিবেচনা করা হবে।

রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের অফিস, বাসস্থান এবং নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের সব কার্যালয়ের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইসি। এছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন, বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ঠেকাতে প্রযুক্তিগত কৌশল নির্ধারণ—এসব বিষয়ও আলোচনায় থাকবে।

বৈঠকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, র‌্যাব, ডিএফআই, এনএসআই, এনটিএমসি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত