ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সশস্ত্র বাহিনী দিবস

শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

২০২৫ নভেম্বর ২১ ০৯:৪৬:১৯

শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিন বাহিনীর প্রধানগণ প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করবেন।

বিকেলে সেনাকুঞ্জে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি, প্রাক্তন রাষ্ট্রপতি, বিদেশী কূটনীতিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

দিবসটি উদযাপনে ঢাকার বাইরেও বিভিন্ন সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মংলা, বরিশাল ও চাঁদপুরে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত