ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

পে-স্কেল নিয়ে গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান কমিশনের

২০২৫ নভেম্বর ২০ ২২:৩৯:৪৮

পে-স্কেল নিয়ে গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান কমিশনের

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক দিন ধরে ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’-এর সুপারিশপত্র নামে ১৫ পৃষ্ঠার একটি নথি ছড়িয়ে পড়েছে। তবে ভাইরাল হওয়া এই নথিটিকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে কমিশন কর্তৃপক্ষ।

ভাইরাল হওয়া ওই নথিতে ২০টি গ্রেড বহাল রেখে বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট ও ভাতার বিস্তারিত কাল্পনিক কাঠামো তুলে ধরা হয়েছে। এ বিষয়ে কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান গণমাধ্যমকে বলেন, “ফেসবুকে যে ১৫ পৃষ্ঠার নথিটি ঘুরছে, সেটি কমিশনের তৈরি নয়। আমাদের কাছে এমন কোনো নথি নেই। কমিশনের নাম, লোগো ও সিল ব্যবহার করে সাধারণ চাকরিজীবীদের বিভ্রান্ত করার অসৎ উদ্দেশ্যেই এটি ছড়ানো হচ্ছে।”

তিনি আরও জানান, কমিশন তাদের রিপোর্ট তৈরির কাজ চালিয়ে যাচ্ছে এবং এখনো গুরুত্বপূর্ণ অংশীজনদের (স্টেক হোল্ডার) মতামত নেওয়া বাকি আছে। আগামী সোমবার সচিবদের সঙ্গে কমিশনের বৈঠক নির্ধারিত রয়েছে। ফলে বর্তমানে প্রচারিত সুপারিশপত্রটি ভিত্তিহীন।

এদিকে নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে অসন্তোষ ও জটিলতা দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর গঠিত নতুন সরকার এই পে-স্কেল কার্যকর করতে পারে।

উপদেষ্টার এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারি কর্মচারীরা। তাদের দাবি, বর্তমান সরকারকেই ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন স্কেল কার্যকর করতে হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে সরকার থেকে স্পষ্ট ঘোষণা না এলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

উল্লেখ্য, গত জুলাই মাসে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করা হয়। কমিটির প্রথম সভা থেকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ