ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

আতিফ আসলাম ঢাকায় গাইবেন কোথায় ও কখন?

২০২৫ নভেম্বর ২০ ১৬:৩৮:৩৫

আতিফ আসলাম ঢাকায় গাইবেন কোথায় ও কখন?

নিজস্ব প্রতিবেদক :পাকিস্তানি জনপ্রিয় গায়ক আতিফ আসলাম আবারও ঢাকায় কনসার্টে দর্শকদের সামনে আসছেন। নিজেই সামাজিক মাধ্যমে বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। পোস্টে আতিফ উল্লেখ করেছেন, তার বহুল প্রতীক্ষিত কনসার্ট অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর ২০২৫, ঢাকায়। সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে তিনি কোনোকিছু কনসার্টে গান পরিবেশন করছেন।

ঢাকায় আতিফ আসলামকে হাজির করছে ‘মেইন স্টেজ’ নামের প্রতিষ্ঠান। কনসার্টের শিরোনাম রাখা হয়েছে ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। অনুষ্ঠান বসুন্ধরা মাঠে অনুষ্ঠিত হবে। ভেন্যুর গেট দুপুর ১টায় খুলবে, আর কনসার্ট শুরু হবে বিকাল ৫টায়। সন্ধ্যা সাড়ে ১০টা পর্যন্ত চলার কথা থাকায় দর্শকরা রাত পর্যন্ত তার সুরের মুগ্ধতা উপভোগ করতে পারবেন। অগ্রিম টিকিট শিগগিরই বিক্রি শুরু হবে, যা জেনারেল ও ফ্রন্ট ভিআইপি—এই দুই ক্যাটাগরিতে পাওয়া যাবে।

এর আগে ২০২৪ সালের ২৯ নভেম্বর ঢাকায় ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে আতিফ আসলাম দর্শকদের জন্য তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেছিলেন, যা এখনও ভক্তদের মনে বিশেষ ছাপ রেখেছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষে ঢাবি, বিশ্বে ৫২তম

ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষে ঢাবি, বিশ্বে ৫২তম

ইনজামামুল হক পার্থ: দ্বিতীয়বারের মতো টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং প্রকাশিত হয়েছে। ২০২৬ সালে বাংলাদেশের ১২টি সরকারি ও... বিস্তারিত