ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

পুলিশ অফিসারদের মনোবল ভাঙবেন না, জানালেন ডিএমপি কমিশনার

২০২৫ নভেম্বর ২০ ১২:৩৯:০৩

পুলিশ অফিসারদের মনোবল ভাঙবেন না, জানালেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, অভ্যুত্থানের পর পুলিশ বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। তবে কঠোর পরিশ্রম ও জনগণের সহযোগিতায় অফিসাররা ধীরে ধীরে তাদের মনোবল ফিরে পেয়েছেন। তিনি বিশেষভাবে অনুরোধ করেন, এ মনোবল ভাঙার চেষ্টা যেন কেউ না করে।

বৃহস্পতিবার সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার এই মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, “গতকাল রাতে একজন অফিসারকে ককটেল মেরে আহত করা হয়েছে। নিরপরাধ একজন অফিসারকে থানার সামনে এভাবে আক্রান্ত করা হয়েছে, যা আমাদের অফিসারদের মনোবল নষ্ট করছে। এর ফলে জনগণকেও ক্ষতি হতে পারে।”

তিনি দুর্বৃত্তায়িত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, “এ ধরনের ঘটনা চলতে থাকলে নাগরিকদের নিজেদের ঘরবাড়ি ও নিরাপত্তার জন্য সতর্ক হতে হবে।”

এর আগে ১৬ নভেম্বর ডিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন, ককটেল নিক্ষেপ বা গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা হলে আইন অনুযায়ী গুলি ব্যবহার করা যেতে পারে। তিনি উল্লেখ করেছেন, নাশকতা করলে পুলিশ আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেবে।

কমিশনারের মতে, পুলিশ যখন অরাজকতা প্রতিরোধের চেষ্টা করছে, তখন তাদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ অত্যন্ত দুঃখজনক। তিনি পুনরায় অনুরোধ করেছেন, পুলিশ অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ না করার জন্য।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত