ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

৪৩তম বিসিএসের তিন শিক্ষানবিশ কর্মকর্তা চাকরিচ্যুত

২০২৫ নভেম্বর ২০ ১২:৩১:০৫

৪৩তম বিসিএসের তিন শিক্ষানবিশ কর্মকর্তা চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক :বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের তিনজন শিক্ষানবিশ সহকারী কমিশনারকে সরকারি চাকরি থেকে অপসারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অপসারিত কর্মকর্তারা হলেন—কাজী আরিফুর রহমান, অনুপ কুমার বিশ্বাস ও নবমিতা সরকার। বুধবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হকের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানা যায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী তাদেরকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এই বিধি মূলত শিক্ষানবিশ বা পরীক্ষাকালীন চাকরিতে কোনো কর্মকর্তার অনুপযুক্ততা বা অযোগ্যতা বিবেচনায় সরকারকে বিশেষ ক্ষমতা প্রদান করে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চাকরি থেকে অপসারণের পরও সরকার যদি তাদের কাছ থেকে কোনো আর্থিক পাওনা দাবিদার থাকে, তবে তা আদায়যোগ্য থাকবে। অর্থাৎ, চাকরি ছাড়ার পরও সরকারি পাওনা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। তবে কোন কারণ বা কোন ধরনের মূল্যায়নের ভিত্তিতে এই তিন কর্মকর্তার বিরুদ্ধে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে—সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ নেই।

সরকারি প্রশাসনের অভ্যন্তরে এ ধরনের পদক্ষেপ সচরাচর কম দেখা যায়। ফলে বিষয়টি প্রশাসনিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।

ডুয়া/নয়ন

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত