ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ঢাবির নৃত্যকলা বিভাগে মাস্টার্স ভর্তি শুরু, আবেদন ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত

২০২৫ জানুয়ারি ৩০ ১৭:২০:৫১
ঢাবির নৃত্যকলা বিভাগে মাস্টার্স ভর্তি শুরু, আবেদন ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত

ডুয়া ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগে এক বছর মেয়াদি নিয়মিত মাস্টার্স প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শূন্য আসনের বিপরীতে যোগ্য প্রার্থীরা আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের অবশ্যই নৃত্যে দক্ষ হতে হবে। পাশাপাশি, যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

ভর্তির যোগ্যতার শর্ত হিসেবে স্নাতক (সম্মান) পরীক্ষায় চার স্কেলের সিজিপিএ কমপক্ষে ৩.২৫ বা দ্বিতীয় বিভাগে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সম্মিলিতভাবে ন্যূনতম ৬.৫ জিপিএ থাকতে হবে, এবং কোনো পরীক্ষায় জিপিএ ৩-এর কম গ্রহণযোগ্য নয়।

এছাড়া, স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরাও আবেদন করতে পারবেন। বয়স বা শিক্ষাবর্ষের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, তবে তাদের ন্যূনতম পাঁচ বছরের নৃত্যগুরু বা নৃত্য প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতার সনদ থাকতে হবে।

ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২,৫০০ টাকা। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপত্র ঢাবির কলা ভবনের নিচতলায় নৃত্যকলা বিভাগের ১০৯৮ নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া, সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকেও বিজ্ঞপ্তি ও আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

প্রয়োজনে ভর্তিচ্ছুরা ০১৯২২২৪৭৫৬৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে