ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

রাজধানীতে থানার পাশে একাধিক ককটেল বি’স্ফোরণ, আহত ১

২০২৫ নভেম্বর ১৯ ২২:৪২:৩৩

রাজধানীতে থানার পাশে একাধিক ককটেল বি’স্ফোরণ, আহত ১

সরকার ফারাবী: রাজধানীর পল্লবী থানার ঠিক বিপরীত পাশে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করেছে। বিস্ফোরণে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, থানা ভবনের বিপরীত পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে সেখানে দিয়ে যাওয়া একটি মোটরসাইকেলের আরোহী আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আসাদ। তিনি বলেন, “আমাদের থানার ঠিক বিপরীতে ককটেল বিস্ফোরণ হয়েছে। কতটি বিস্ফোরণ ঘটেছে, সেটা নিশ্চিত করে বলতে পারছি না। আমি থানার ভেতরে ছিলাম।” আহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত