ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

‘অভিবাসন ব্যয় কমাতে সহায়তা করবে ওইপি’

২০২৫ নভেম্বর ১৯ ২২:১৬:২৮

‘অভিবাসন ব্যয় কমাতে সহায়তা করবে ওইপি’

সরকার ফারাবী: অভিবাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বাড়াতে আনুষ্ঠানিকভাবে চালু হলো ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)। বুধবার (১৯ নভেম্বর) ঢাকায় এক হোটেলে আয়োজন করা উদ্বোধনী অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির যাত্রা ঘোষণা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং সুইজারল্যান্ড সরকারের যৌথ সহযোগিতায় তৈরি এই উন্নত প্ল্যাটফর্মটি দেশের শ্রম অভিবাসন ব্যবস্থাকে একক ডিজিটাল গেটওয়েতে সংযুক্ত করার লক্ষ্যে নির্মিত। অভিবাসনে আগ্রহী কর্মী, রিক্রুটিং এজেন্সি, বিএমইটি, টিটিসি, নিয়োগকারী প্রতিষ্ঠান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং পুনর্বাসন সেবাদাতাসহ পুরো অভিবাসন চক্রের অংশীজনকে একই প্ল্যাটফর্মে আনার লক্ষ্যেই ওইপি তৈরি করা হয়েছে।

এক জায়গায় সব সেবা আনার ফলে অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, দালালচক্রের প্রভাব কমবে এবং কর্মীদের মোট ব্যয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন দীপাক এলমার এবং আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।

উদ্বোধনী বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর শ্রম অভিবাসনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। প্রবাসী কর্মীরা আমাদের অর্থনীতির শক্তিশালী অংশীদার। তাদের অভিবাসন যাত্রা নিরাপদ, সম্মানজনক ও সুরক্ষিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও জানান, সময়ের সঙ্গে সঙ্গে এই প্ল্যাটফর্মে নতুন সব সুবিধা যুক্ত করা হবে।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম প্ল্যাটফর্মটির কূটনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, ন্যায়সংগত ও স্বচ্ছ নিয়োগব্যবস্থা দ্বিপাক্ষিক শ্রমচুক্তিকে আরও দৃঢ় করে এবং বিদেশে বাংলাদেশের প্রতি আস্থা বৃদ্ধি করে।

আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, ওইপি ন্যায্য নিয়োগনীতি বাস্তবায়নের একটি বড় পদক্ষেপ। তথ্য ও প্রক্রিয়া একত্রে নিয়ে আসায় রিক্রুটিং এজেন্সিগুলোর তদারকি সহজ হবে এবং কর্মীরা পাবেন যাচাইকৃত তথ্য।

সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন দীপাক এলমার বলেন, শুধু প্রযুক্তি নয় প্রতিষ্ঠান, রিক্রুটিং এজেন্সি, নিয়োগকর্তা ও অভিবাসীদের সক্রিয় সম্পৃক্ততাই এই প্ল্যাটফর্মের সফলতার মূল চাবিকাঠি।

সমাপনী বক্তব্যে সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, ওইপির উদ্বোধন কোনো প্রকল্পের সমাপ্তি নয় বরং অভিবাসন ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা। প্ল্যাটফর্মটিকে আরও সমৃদ্ধ করা ও অংশীজনদের সঙ্গে সমন্বয়ই এখন মূল লক্ষ্য।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত