ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

আন্তর্জাতিক কার্ডে দেশে বসেই এয়ার টিকিট কেনা যাবে

২০২৫ নভেম্বর ১৯ ১৮:৫৫:২০

আন্তর্জাতিক কার্ডে দেশে বসেই এয়ার টিকিট কেনা যাবে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক এয়ার টিকিট কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে দেশে কার্যরত সব এয়ারলাইন্সের টিকিট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কেনা যাবে। বুধবার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন নির্দেশনার মূল উদ্দেশ্য হলো প্রতিযোগিতামূলক দাম নিশ্চিত করা এবং যাত্রীদের ঝামেলাহীন সেবা প্রদান করা। এর আগে আন্তর্জাতিক কার্ড শুধুমাত্র বিদেশ ভ্রমণের খরচের জন্য ব্যবহৃত হতো। কিন্তু ডিজিটাল সেটেলমেন্ট সুবিধার ঘাটতির কারণে অনেক যাত্রী দেশেই ভালো দামে টিকিট কিনতে সমস্যা বোধ করতেন। নতুন নীতিমালার ফলে যাত্রীরা দেশে বসেই আন্তর্জাতিক রুটের টিকিট সহজ ও স্বচ্ছভাবে কিনতে পারবেন।

সার্কুলারে বলা হয়েছে, বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা এখন ঢাকা–সিঙ্গাপুর, ঢাকা–দুবাইসহ সব বিদেশগামী রুটের টিকিট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কিনতে পারবেন। টিকিট বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ অবশ্যই দেশের অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে, যাতে বৈদেশিক মুদ্রা আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে প্রবাহিত হয়।

ভ্রমণ বরাদ্দের আওতায় ইস্যু করা আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার জন্য ব্যবহৃত অর্থ পুনরায় রিফিল করা যাবে—তবে সেটি শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন সংশ্লিষ্ট এডি ব্যাংক নিশ্চিত করবে যে টিকিট বিক্রির পুরো অর্থ দেশে জমা হয়েছে। পাশাপাশি দেশে কার্যরত বিদেশি এয়ারলাইন্সগুলোও বিক্রয়লব্ধ বৈদেশিক মুদ্রা এডি ব্যাংকে পরিচালিত হিসাবেই জমা করবে এবং ব্যয় বাদে অবশিষ্ট অর্থ বৈধভাবে তাদের প্যারেন্ট অফিসে পাঠাবে।

শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ দেশের এভিয়েশন টিকিটিং ব্যবস্থাকে আন্তর্জাতিক ডিজিটাল স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে, দেশি–বিদেশি টিকিট মূল্যের বৈষম্য কমাবে এবং বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সুসংগঠিত ও স্বচ্ছ হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত