ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ছেলের অবহেলায় হতাশ যোগরাজ: জীবন শেষ, মৃত্যুকামনা

২০২৫ নভেম্বর ১৮ ১৩:৪০:৫৪

ছেলের অবহেলায় হতাশ যোগরাজ: জীবন শেষ, মৃত্যুকামনা

স্পোর্টস নিউজ :ভারতের সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের প্রাক্তন কোচ যোগরাজ সিং আবারও আলোচনায় এসেছেন নিজের জীবন, একাকীত্ব ও পরিবার থেকে দূরত্ব নিয়ে খোলামেলা বক্তব্য দেওয়ার পর। ৬২ বছর বয়সী এই তারকা জানালেন, জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করতে করতে তিনি এখন ‘মৃত্যুর জন্য প্রস্তুত’। তাঁর ভাষায়, জীবনের পথচলা সম্পূর্ণ হয়েছে, তাই ঈশ্বর যখন ইচ্ছে করবেন, তখনই তিনি সেদিকে সঁপে দিতে প্রস্তুত।

যোগরাজ সিং বলেন, এখন তিনি সম্পূর্ণ একা থাকেন। সন্ধ্যা নামলে ঘরে কেউ থাকে না। খাবারের জন্যও অনেক সময় অচেনা মানুষের ওপর নির্ভর করতে হয়। তিনি বলেন, “আমি একা বসে থাকি। কেউ নেই আমার আশপাশে। খাবারের জন্য কখনও এক অচেনা মানুষ সাহায্য করে, কখনও আরেকজন। গৃহকর্মী রেখেছিলাম—তারাও টিকতে পারেনি। কেউ থাকে না আমার সঙ্গে।”

পরিবারকে ভালোবাসলেও তাদের কাছে কিছু চাই না বলে জানান তিনি। যোগ করেন, “আমি আমার মা, সন্তান, ছেলের বউ, নাতি–নাতনি—সবাইকে ভালোবাসি। কিন্তু কারও কাছে কিছু প্রত্যাশা করি না। আমি খুব কৃতজ্ঞ। প্রতিদিন প্রার্থনা করি—ঈশ্বর যখন চাইবেন, তখনই আমাকে নিয়ে যাবেন।”

স্ত্রী ও ছেলে যুবরাজ সিংয়ের দূরে সরে যাওয়া ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় আঘাত। তিনি বলেন, “যখন যুবরাজ ও তার মা আমাকে ছেড়ে গেল, তখনই জীবনে সবচেয়ে বড় ধাক্কা খেলাম। এত বছর যার জন্য সব করলাম—সেও চলে গেল? আমি কাউকে কষ্ট দিইনি, তবুও কেন এমন হলো? ঈশ্বরের সামনে কেঁদেছি। তিনিই আমাকে ভেঙে পড়া অবস্থা থেকে তুলে এনেছেন।”

যোগরাজের প্রথম স্ত্রী ছিলেন শবনম কর, যাঁর সঙ্গে তার দুই ছেলে যুবরাজ ও জোরাওয়ারের জন্ম। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। যুবরাজ নিজেও জানিয়েছিলেন, বাবা–মায়ের মধ্যে সবসময় ঝগড়া হতো—তাই তিনিই বিচ্ছেদের সিদ্ধান্তে ভূমিকা রাখেন।

জীবনের নানা উত্থান–পতনের কথা বলতে গিয়ে যোগরাজ আরও বলেন, “অনেক রাগ ছিল, প্রতিশোধ নেওয়ার ভাবও ছিল কখনো। ক্রিকেট এল জীবনে, আবার সেটা থেমে গেল। যুবরাজকে ক্রিকেটে তুললাম, সে খেলল—তারপর সেও চলে গেল। দ্বিতীয় বিয়েতে দুই সন্তান জন্মাল, তারাও আমেরিকায় চলে গেল। কিছু সিনেমা করলাম, সময় কেটে গেল। শেষে আবার একা হয়ে গেলাম। ভাবলাম—এত কিছু করলাম, কাদের জন্য?”

ভারতের হয়ে একমাত্র একটি টেস্ট ও ছয়টি ওয়ানডে খেলেছিলেন যোগরাজ সিং। চোটের কারণে তার ক্যারিয়ার থেমে গেলেও ছেলের সাফল্য গড়ে তোলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।চলমান জীবনের এই নিঃসঙ্গ সময়েই তিনি জানিয়েছেন—যা হয়েছে, সবই হয়েছে ভালো কিছুর জন্য, এবং তিনি ঈশ্বরের সিদ্ধান্তের দিকে শান্ত মনে তাকিয়ে আছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত