ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
সাত কলেজ শিক্ষকদের তিন দিনের কর্মবিরতি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষকরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি নিশ্চায়ন ও শ্রেণিকার্যক্রম শুরুর নির্দেশনাকে ‘আইনসিদ্ধ নয়’ বলে দাবি করে তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে, ভর্তি ও ক্লাস সংক্রান্ত নির্দেশনা চালুর মাধ্যমে অযথা জটিলতা তৈরির অভিযোগ এনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্তর্বর্তী প্রশাসকের তিন কার্যদিবসের মধ্যে পদত্যাগ দাবি করেছেন তারা। সোমবার ঢাকা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক জরুরি সভায় শিক্ষকরা এসব সিদ্ধান্ত নেন।
সভা পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি শিক্ষার্থীদের নিশ্চায়ন ১৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে শেষ করে ২৩ নভেম্বর ক্লাস শুরুর যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার আগেই জারি হওয়ায় আইনি জটিলতা তৈরি হতে পারে। শিক্ষকরা বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের আওতায় বিধিবদ্ধভাবে সরকারি কলেজে কর্মরত হওয়ায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে তাদের যুক্ত হওয়ার সুযোগ নেই।
সভায় সাত কলেজের স্বতন্ত্র কাঠামো বজায় রেখে দ্রুত প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করে সমস্যার স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ১৮, ১৯ ও ২০ নভেম্বর সাত কলেজে টানা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পাবলিক পরীক্ষা এ কর্মসূচির আওতায় থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাত কলেজের জেনারেল মিটিং এবং বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত উপেক্ষা করে ভর্তি নির্দেশনা প্রদান ও শ্রেণিকার্যক্রম শুরুর নোটিশ দেওয়ার মাধ্যমে জটিলতা সৃষ্টির দায়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসককে তিন দিনের মধ্যে পদত্যাগ করতে হবে। প্রয়োজনে সারা দেশে আরও বড় কর্মসূচির ঘোষণাও আসতে পারে বলে জানানো হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বিনিয়োগকারীদের ধরে রাখার কৌশলে সবুজে সপ্তাহ শেষ
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো