ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ধানমন্ডি ৩২: বিক্ষুব্ধ জনতার সংঘর্ষে পুলিশের গাড়ি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি এলাকায় সোমবার সন্ধ্যায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যখন বিক্ষুব্ধ জনতা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেন। এই সংঘর্ষে পুলিশের পাশাপাশি কয়েকজন আন্দোলনকারীরও আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙার চেষ্টা করেন বিক্ষুব্ধ জনতা। দুপুর পর্যন্ত তারা দুটি এস্কাভেটর নিয়ে ওই এলাকায় উপস্থিত থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় সফল হননি।
দফায় দফায় সংঘর্ষ ঘটেছে কলাবাগান, শুক্রাবাদ ও পান্থপথ রোডের স্কয়ার হাসপাতালের সামনে। সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও শুক্রাবাদ এলাকায় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুক্রাবাদ পুলিশ বক্সের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশের একটি বাস ধানমন্ডি ৩২-এর দিকে গেলে জনতা ‘ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এক পুলিশ সদস্যের অঙ্গভঙ্গি প্রকাশ পাওয়ার পর দ্রুত ইটপাটকেল ছুড়ে দেওয়া হয়। তড়িঘড়ি করে বাসটি ধানমন্ডি ৩২-এর দিকে চলে যায়, যেখানে সেনাবাহিনীর বাধার কারণে জনতা ভিতরে প্রবেশ করতে পারেনি।
এরপর আরও দুটি পুলিশ গাড়ি ধানমন্ডি ২৭ থেকে শুক্রাবাদের দিকে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা চারপাশ থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। একটি পুলিশ বাসের কাচ সম্পূর্ণ ভাঙা হয়, আরেকটি পুলিশ ভ্যানের কাচও ক্ষতিগ্রস্ত হয়।
সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনকারীদের একটি অংশ ধানমন্ডি ২৭-এর দিকে এগিয়ে যায়, যেখানে পুলিশ রাস্তাটি বন্ধ রেখেছে। বর্তমানে আন্দোলনকারীদের এবং পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। বিক্ষুব্ধ জনতা পুলিশের দিকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
প্রসঙ্গত, এই সংঘর্ষের ঘটনায় স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)