ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

শাহবাগে শেখ হাসিনার ফাঁসির প্রতীকী দৃশ্য

২০২৫ নভেম্বর ১৭ ১৯:৩২:০৭

শাহবাগে শেখ হাসিনার ফাঁসির প্রতীকী দৃশ্য

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে সোমবার সন্ধ্যায় মৌলিক বাংলা নামের একটি সংগঠন একটি কর্মসূচি পরিচালনা করেছে। কর্মসূচিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার প্রতীকী দৃশ্য মঞ্চায়ন করা হয়, যা নজর কাড়ে সাধারণ জনতার মধ্যে।

ঘটনাস্থলে দেখা গেছে, নারীর মতো তৈরি একটি কুশপুত্তলিকাকে জল্লাদের সাজে দুজন ধরে ফাঁসির মঞ্চে তোলা হয়। পুতুলটির মুখে শেখ হাসিনার ছবি লাগানো থাকে এবং পরে মুখে কালো কাপড় পেঁচিয়ে দেওয়া হয়। একজনকে ম্যাজিস্ট্রেটের ভূমিকায় দাঁড়াতে দেখা যায়, তিনি রুমাল হাতে ধরে থাকেন। রুমাল ছেড়ে দেয়ার পর জল্লাদের ভূমিকায় থাকা দুজন পুতুলটিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেন।

আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচি মূলত সরকারের প্রতি তাদের অভয় প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে। তারা আশা করছেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এ ধরনের দৃশ্য দেশের জনগণের সামনে উপস্থাপন করতে পারে। এ সময় তারা মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেওয়ারও পরিকল্পনা প্রকাশ করেন।

মৌলিক বাংলা সংগঠন উল্লেখ করেছে, কর্মসূচিটি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার প্রসঙ্গে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ ওই মামলায় রায় ঘোষণা করেছে। রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত