ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

'বাড্ডায় বাসে আগুন লাগার খবরটি অসত্য'

২০২৫ নভেম্বর ১৭ ০৮:৫০:০৯

'বাড্ডায় বাসে আগুন লাগার খবরটি অসত্য'

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার খবরটি সত্য নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়লেও, ফায়ার সার্ভিস খোঁজ নিয়ে নিশ্চিত করেছে যে বাড্ডায় বাসে আগুন লাগার কোনো ঘটনাই ঘটেনি।

রোববার (১৭ নভেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান দিনগত রাতে এই তথ্য জানান।

তিনি বলেন, রাত দশটার দিকে একের পর এক খবর আসতে থাকে যে মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লেগেছে। তবে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে দেখা যায়, সেখানে কোনো বাসে আগুন লাগেনি।

এছাড়াও, মধ্য বাড্ডার আশেপাশের ফায়ার স্টেশনগুলোতেও এ সংক্রান্ত কোনো আগুনের বার্তা আসেনি। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন যে মধ্য বাড্ডায় বাসে আগুন লাগার সংবাদটি সত্য নয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত