ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

আইনি ভিত্তি ছাড়া কাজ করলে ভবিষ্যতে সংকট তৈরি হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

ডুয়া নিউজ

২০২৫ নভেম্বর ১৬ ১৯:৪৭:০২

আইনি ভিত্তি ছাড়া কাজ করলে ভবিষ্যতে সংকট তৈরি হবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনি ভিত্তি ছাড়া কোনো কাজ করলে তা ভবিষ্যতে সংকট তৈরি করবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তবে কিছু রাজনৈতিক দলের পিআর পদ্ধতি এবং গণভোটের দাবিকে তিনি 'জটিলতা সৃষ্টিকারী' বলে অভিহিত করেছেন।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে এক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে স্থানীয় বিঘাই হাট স্কুল মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, গণভোটের কোনো আইনি ভিত্তি নেই বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, "কোনো একটি আইনি কাজ করতে যাওয়া হয় এবং সেটির যদি আবার আইনি ভিত্তি না থাকে, তাহলে তো এটা ভবিষ্যতের জন্য সংকট তৈরি করবে।" তিনি সকল রাজনৈতিক দলকে 'ইনক্লুসিভ' হয়ে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান এবং 'নিজের ইচ্ছা এবং নিজের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করার জন্য 'আমার এটা মানতেই হবে'—এই মনোভাব রাখা উচিত নয়' বলে মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, 'গনি মিয়ার মতো মানুষেরা ক্ষুধার্থ, এই ক্ষুধা নিবারণের জন্য বর্তমান সরকারের প্রথমেই তো অনেক পদক্ষেপ নেওয়া উচিত ছিল।' তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়া মহামারীর আকারে বিস্তার রোধে সরকারের ব্যর্থতারও নিন্দা জানান।

শেখ হাসিনা সরকারের ভারত নীতি নিয়ে রিজভী বলেন, 'শেখ হাসিনা ভারতের সাথে সকল চুক্তি করেছিলেন নিজ স্বার্থে, ক্ষমতায় টিকে থাকার জন্য।' তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সকল চুক্তি জনগণের স্বার্থে হবে।

এ সময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটনসহ জেলা ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত