ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

কাবাডি বিশ্বকাপ-২০২৫ এর ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

২০২৫ নভেম্বর ১৬ ১৭:৪৬:৪২

কাবাডি বিশ্বকাপ-২০২৫ এর ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় মহিলা কাবাডি বিশ্বকাপ-২০২৫ এর আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠানে উপস্থিত সব দেশের প্রতিনিধিদের সামনে এই ট্রফি উন্মোচন করা হয়।

টুর্নামেন্টটি আগামী ১৭ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, ঢাকায় বিশ্বকাপ আয়োজন ক্রীড়া ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি সরকার এবং আয়োজক সংস্থার পক্ষ থেকে বিশ্বমানের, অন্তর্ভুক্তিমূলক এবং অনুপ্রেরণামূলক প্রতিযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি আগত সকল দলের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, সফল চ্যাম্পিয়নশিপে আয়োজক, খেলোয়াড় এবং অংশীদারদের অবদান অত্যন্ত প্রশংসনীয়।

২০২৫ সালের মহিলা কাবাডি বিশ্বকাপ আট দিনের তীব্র প্রতিযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক ক্রীড়ানুরাগীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন নিশ্চিত করেছে যে, সরবরাহ, নিরাপত্তা, থাকার ব্যবস্থা এবং দর্শক সেবা সহ সব প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে।

অংশগ্রহণকারী দেশগুলো হলো: বাংলাদেশ, চাইনিজ তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার।

অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, সরকার নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ বাড়াতে এবং তাদের আন্তর্জাতিক মানের দক্ষতা বিকাশে সকল সহায়তা দিচ্ছে। তিনি আরও বলেন, নারীদের সাফল্য জাতীয় গর্বের বিষয় এবং পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত