ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২
রাজধানীর ৪৪টি পুকুর-জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন উপদেষ্টা রিজওয়ানা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার খাস পুকুর ও জলাধার পুনর্গঠনের একটি বড় উদ্যোগ শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে “ঢাকা মহানগরী ও উপজেলা এলাকার ৪৪টি খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্প”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার কেরানীগঞ্জের দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা প্রশাসনের বাস্তবায়িত প্রকল্পটির মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাধার পুনর্নির্মাণ, পানি ধারণক্ষমতা বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বড় অগ্রগতি হবে বলে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, খাস পুকুর ও জলাশয় জাতীয় সম্পদ এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। সরকারি নথি অনুযায়ী ঢাকা জেলা ও মহানগরে মোট ১১৩টি খাস পুকুর রয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ৪৪টি সংস্কারের জন্য নির্ধারিত হয়েছে। এসব জলাশয়ে সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, পুনঃখনন, পাড়বাঁধাই, পানি প্রতিস্থাপনসহ ঘাট, ওয়াকওয়ে, বেঞ্চ এবং বৃক্ষরোপণের মতো উন্নয়ন কাজ হবে। এতে জলাবদ্ধতা কমবে, বৃষ্টির পানি সংরক্ষণ বাড়বে, মৎস্যচাষ ও কৃষিকাজে সুবিধা মিলবে এবং আশপাশে পরিবেশবান্ধব বিনোদনকেন্দ্র তৈরির সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় প্রাকৃতিক জলাধার সংরক্ষণ অত্যন্ত জরুরি। দখল, ভরাট ও দূষণের কারণে ঢাকার পুকুরগুলো হুমকির মুখে। বাকি জলাশয়গুলোর তালিকাও দ্রুত প্রণয়ন করে ধাপে ধাপে সংস্কারের উদ্যোগ নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ রক্ষায় এই কাজ অব্যাহত রাখতে হবে।
মৎস্যজীবী, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করে প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানান উপদেষ্টা। তাঁর ভাষায়, এতে শুধু পরিবেশ সংরক্ষণ নয়, বরং স্থানীয় জনগণের আর্থ–সামাজিক উন্নয়নও নিশ্চিত হবে।
নিষিদ্ধ পলিথিন প্রসঙ্গে তিনি বলেন, পলিথিন দূষণ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সরকারের নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির ফলে বাজার ও সুপারশপগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার কমেছে। পরিবেশ রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
শেষে পরিবেশ উপদেষ্টা সংশ্লিষ্টদের দ্রুত সংস্কারকাজ শুরুর নির্দেশ দিয়ে বলেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ঢাকার জলাধারগুলো পুনরায় স্বাভাবিক ধারণক্ষমতা ফিরে পাবে এবং জলবায়ু-সহনশীল নগর ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: খেলাটি লাইভ(LIVE) দেখার উপায়-সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-শান্তর সেঞ্চুরিতে বিশাল লিড-দেখুন (LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন(LIVE)