ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২
‘আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না’
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ঢাকা-৬ আসনে গণসংযোগ শুরু করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা তিনি বিপুল সংখ্যক সমর্থকের সঙ্গে ঢাকা-৬ এলাকায় গণমিছিল করেন। গণসংযোগের পথ ছিল মতিঝিল ব্রাদার্স ক্লাব থেকে শুরু করে ইত্তেফাক মোড় হয়ে সূত্রাপুর হয়ে ওয়ারীর জয়কালী মন্দিরে শেষ হয়।
মিছিল চলাকালে ইশরাক হোসেন জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে তাদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, ঢাকা-৬ আসনের জনগণের সমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করবেন।
এ সময় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে দেশকে সাজানো হবে। স্বৈরশাসনের সময়ে নির্যাতিত সকল দলের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে জুলাই সনদসহ প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে এবং কাউকেই স্বৈরাচার হতে দেওয়া হবে না। তিনি ব্যক্তিগতভাবে আশা প্রকাশ করেন, জীবদ্দশায় স্বৈরশাসনের সময় নিহতদের বিচার কার্যকর দেখতে পারলে ধন্য হবেন।
গণমিছিলের শুরু থেকেই মতিঝিল এলাকায় সমর্থকরা একে একে মিছিল ও স্লোগান দিয়ে যোগ দেন। পুরান ঢাকার বাসা-বাড়ির বেলকনি ও জানালায় দাঁড়িয়ে অনেকে হাত নেড়ে সমর্থন জানান, কেউ কেউ ফুল দিয়ে প্রার্থীকে বরণও করেন।
মিছিলের মধ্যেও উচ্ছ্বাস বিরাজ করছিল অংশগ্রহণকারীদের মধ্যে। তারা জানান, বিপুল ভোটে বিজয়ী হওয়ার প্রত্যাশা রয়েছে। ঢাকা-৬ এলাকার পুরান ঢাকার বাসিন্দারা নানা সমস্যা ও সংকটে থাকলেও নির্বাচনে জয়লাভের মাধ্যমে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইশরাক হোসেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: খেলাটি লাইভ(LIVE) দেখার উপায়-সময়সূচি