ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অস্পষ্টতা রয়ে গেছে: আখতার হোসেন

২০২৫ নভেম্বর ১৪ ২১:২১:৪৭

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অস্পষ্টতা রয়ে গেছে: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সরকারের জারি করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ পর্যালোচনা করার পর দেখা গেছে, অনেক বিষয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। তিনি জানান, এসব অস্পষ্টতার কারণে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন সম্ভাব্য কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরের দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে আখতার হোসেন এসব মন্তব্য করেন।

তিনি বলেন, আদেশে গণভোটের প্রসঙ্গ কয়েকটি প্রশ্নে ভাগ করা হয়েছে, যার মাধ্যমে সংস্কারের বিষয়গুলোকে আলাদাভাবে দেখা হয়েছে এবং কিছু কিছু সংস্কারকে কম গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া, দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে স্পষ্টতা নেই। ফলে, আদেশটি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকটি ঠিকভাবে নির্ধারণ করতে পারেনি।

এনসিপি নেতা আরও বলেন, আদেশে জুলাই সনদের সংস্কার প্রস্তাবনাগুলোকে ভাগ করা হয়েছে, এতে গুরুত্বের বিচার, অগুরুত্বের বিচার এবং রাজনৈতিক দলের ওপর বাস্তবায়নের দায়িত্ব কিছুটা ছেড়ে দেওয়া হয়েছে। যে ক্ষেত্রগুলোতে কমিশনে সিদ্ধান্ত হয়েছে এবং এনসিপি একমত হয়েছে, সেগুলো সময়মতো কার্যকর না হলে কি ধরনের প্রভাব তৈরি হবে তা আদেশে উল্লেখ নেই।

সংবাদ সম্মেলনে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা প্রকাশ করতে হবে। অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত