ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

আজ সন্ধ্যায় বিএনপি’র স্থায়ী কমিটির জরুরি বৈঠক

২০২৫ নভেম্বর ১৩ ১৫:৩৫:৫৪

আজ সন্ধ্যায় বিএনপি’র স্থায়ী কমিটির জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক :অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পর বিএনপি জরুরি ভিত্তিতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান একাধিক গণমাধ্যমকে তা অবহিত করেন, সন্ধ্যা ৭টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্রের খবর, বৈঠকটি ডাকা হয়েছে রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন এবং সম্প্রতি প্রধান উপদেষ্টার ঘোষিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে দলের অবস্থান নির্ধারণের জন্য। বৈঠকে আগামী নির্বাচনী কৌশল, জাতীয় গণভোট ও সংবিধান সংস্কার সম্পর্কিত অবস্থান, পাশাপাশি দলীয় সমন্বয় ও কেন্দ্রীয় নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির এই বৈঠক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি সরাসরি তদারকি করবেন। এছাড়া বৈঠকে দলের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতৃত্বের মতামত শোনা হবে এবং পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং প্রধান উপদেষ্টার ঘোষণার প্রেক্ষিতে বিএনপির এই বৈঠক রাজনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে।

উল্লেখ্য, এই বৈঠকটিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য দায়িত্বশীল দলের সদস্যদের নজরদারি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত