ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

উপদেষ্টাদের বৈঠক শেষে এরপরেই প্রধান উপদেষ্টার ভাষণ

২০২৫ নভেম্বর ১৩ ১৪:১১:৩৮

উপদেষ্টাদের বৈঠক শেষে এরপরেই প্রধান উপদেষ্টার ভাষণ

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে বসেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়, যার সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন, যার আগে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, বৈঠকে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে এবং এর প্রতিফলন প্রধান উপদেষ্টার ভাষণে থাকতে পারে। প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার হবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে।

এর আগে, ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নের দুটি বিকল্প সুপারিশ উপস্থাপন করেছিল। এক সুপারিশে বলা হয়, সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বিশেষ আদেশ জারির মাধ্যমে গণভোটে পাঠানো হবে। গণভোটে প্রস্তাব পাস করলে আগামী সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংশোধন করবে; ব্যর্থ হলে সংস্কার প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে।

যদিও গণভোটের তারিখ নির্ধারণের দায়িত্ব সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, তবে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকার দলগুলোকে আলোচনা করে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছিল, কিন্তু কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, এই পরিস্থিতিতে সরকার নিজেই এখন সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত