ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
‘আনসার-ভিডিপি দেশের নিরাপত্তার সহায়ক’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বুধবার (১২ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আনসার ক্যাম্পে আয়োজিত এক গুরুত্বপূর্ণ দরবারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের সবচেয়ে বৃহৎ ও জনসম্পৃক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ন্যায়, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনই একজন আনসার সদস্যের সর্বোচ্চ গৌরব।
তিনি আরও বলেন, আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার এবং ভিডিপি/টিডিপি সদস্যরা রাষ্ট্রের নিরাপত্তা, উন্নয়ন ও জনকল্যাণে একে অপরের পরিপূরক শক্তি হিসেবে দায়িত্ব পালন করছে।
মহাপরিচালক জানান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আনসার সদস্য নিয়োগের ক্ষেত্রে বাহিনী সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে। প্রত্যাশী প্রতিষ্ঠানের বৈধতা যাচাইয়ের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কার্যসম্পাদন কঠোরভাবে তদারকি করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাহিনীতে প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা ও অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হচ্ছে।
সদস্যদের কল্যাণে নেওয়া উদ্যোগ সম্পর্কে মহাপরিচালক জানান, আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে ইতোমধ্যে মহানগর এলাকায় বাস সার্ভিস চালু করা হয়েছে। পাশাপাশি নিজস্ব রেশন স্টোর নির্মাণ, রেশন পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং প্যাকেটজাত রেশন বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে।
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘সুখী স্বাস্থ্যসেবা’ অ্যাপ চালু করা হয়েছে এবং সদস্যদের জন্য ল্যাবএইড ও গ্রামীণ কল্যাণের সঙ্গে স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া অবসরকালীন পেনশন স্কিম, ‘সঞ্জীবন’ ও ‘প্রান্তিক শক্তি’ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সদস্যদের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
দরবারে মহাপরিচালক সদস্যদের নৈতিকতা, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও জনকল্যাণে বাহিনীর গৌরবময় ভূমিকা আরও সুদৃঢ় করতে প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-মহাপরিচালক (অপারেশন্স) মো. সাইফুল্লাহ রাসেল, পরিচালক (ঢাকা মহানগর আনসার) মো. আসাদুজ্জামান গনি, ঢাকাস্থ জোন কমান্ডার, কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ। দরবার শেষে মহাপরিচালক সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাহিনীর সাম্প্রতিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা