ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

১০০ বছর চেষ্টা করেও বিএনপি গণভোট ঠেকাতে পারবে না: নাসিরুদ্দীন পাটোয়ারী      

২০২৫ নভেম্বর ১২ ১৮:১৪:০৮








১০০ বছর চেষ্টা করেও বিএনপি গণভোট ঠেকাতে পারবে না: নাসিরুদ্দীন পাটোয়ারী




 
 



 

নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, জনগণ গণভোট চায়, কিন্তু বিএনপি তা চাচ্ছে না। তিনি মন্তব্য করেন, ১০০ বছর চেষ্টা করলেও দলটি গণভোট ঠেকাতে পারবে না।

বুধবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবীর অডিটোরিয়ামে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, রাষ্ট্র ঠিক রাখতে সংস্কারের প্রয়োজন। তবে বিএনপির মতো একটি বড় দল এই গুরুত্বপূর্ণ সংস্কার থেকে বেরিয়ে গেছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্যও তাদের উচিত সংস্কারের পাশে থাকা।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের বড় অংশ গণভোট চায়, সেখানে বিএনপি একেবারে চুনোপুঁটি। অতীত থেকে শিক্ষা না নিলে এনসিপি কিছু করতে পারবে না।

পাটোয়ারী আরও বলেন, জনগণ গণভোট চাইলেও বিএনপি গণতন্ত্রের কথা বলে এড়িয়ে যায়। গণভোটই জনগণের মত প্রকাশের একমাত্র মাধ্যম। তিনি উদাহরণ দেন, জিয়াউর রহমান ‘হ্যা’ ভোটের মাধ্যমে বৈধতা পেয়েছিলেন।

তিনি সরকারের শিক্ষার্থীদের দাবির প্রতিশ্রুতি অমান্য করার বিষয়ও তুলে ধরেন। বিগত এক বছরে শিক্ষার্থীরা রাস্তায় নামে, কিন্তু তাদের দাবির পূরণ হয়নি। এ ছাড়া নার্স, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষও সরকারী পদক্ষেপে ভুগেছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, বর্তমান সরকার একা সব করতে চেষ্টা করেছে। স্বৈরাচারী শাসনের সময়ে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন নেতা-কর্মীকে নিখোঁজ করা হয়েছে।

তাই রাষ্ট্রের মূল জায়গায় সংস্কার জরুরি, যাতে কেউ গুমের শিকার না হয়। তিনি স্বাস্থ্যের অবস্থা নিয়ে মন্তব্য করে বলেন, চিকিৎসা সেবা রাজনৈতিক পরিচয় অনুসারে সীমাবদ্ধ না হওয়া উচিত। স্বাস্থ্য খাতের পূর্ণ সংস্কারের প্রয়োজন আছে।

রোগী ধনী বা গরিব যাই হোক, সেবা পাওয়াটা মুখ্য। স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলি বাস্তবায়ন করা হয়নি, তাই প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করতে হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত