ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে: শ্রম উপদেষ্টা

২০২৫ নভেম্বর ১১ ২৩:৩৪:২২

শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে: শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের পাওনা পরিশোধে সরকার মালিকদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম অধিকার সুরক্ষা ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, আগামী ২০ নভেম্বর আইএলওর সাধারণ সভায় এই বিষয়টি উপস্থাপন করা হবে। শ্রমিকদের অধিকার রক্ষায় এবং দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে বাংলাদেশ যেন জোরালো ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে।

উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ছিল একটি ভালো শ্রম আইন। বর্তমান সরকার যে শ্রম আইন প্রণয়ন করেছে, তা এই দাবি পূরণ করেছে। তবে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, সেটি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি উল্লেখ করেন, অনেক প্রতিষ্ঠান কোটি কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হওয়ায় শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সরকার শ্রমিকদের পাওনা পরিশোধে মালিকদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, শ্রম সম্পর্কের ভারসাম্য রক্ষায় মালিক, শ্রমিক ও নাগরিক সমাজ—সব পক্ষেরই দায়িত্ব রয়েছে। এনজিওগুলো শ্রমিক ও শ্রমিকনেতাদের প্রশিক্ষণ দিতে পারে, কারণ প্রশিক্ষণ ছাড়া নেতৃত্ব দিলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে।

সাখাওয়াত হোসেন জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থার তিনটি কনভেনশন (১৫৫, ১৮৭ ও ১৯০) অনুসমর্থন শ্রমিকদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলওর ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হলো।

সভায় অংশগ্রহণকারীরা আইএলও কনভেনশনগুলো অনুস্বাক্ষরের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান এবং এর দ্রুত বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি শক্তিশালী করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ক্যাব-এর চেয়ারপারসন এএইচএম সফিকুজ্জামান, শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক, আইএলও-এর প্রোগ্রাম ম্যানেজার নিরান রামজুথান সহ অন্যান্যরা। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত