ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
মৎস্য ক্যাডারে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি, প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া
নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন বাছাই বোর্ড (এসএসবি) সভায় মৎস্য ক্যাডারের জ্যেষ্ঠ ৯ কর্মকর্তাকে বাদ দিয়ে ১০ম থেকে ১২তম কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ করা হয়েছে। এই ঘটনায় মৎস্য ক্যাডারের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং পদোন্নতি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিসিএসের ১৭তম ব্যাচের কর্মকর্তারা ১৯৯৮ সালে চাকরিতে যোগ দেন এবং উপপরিচালক হিসেবে দুই বছর পূর্ণ করার পর তারা পরিচালক (তৃতীয় গ্রেড) পদের জন্য যোগ্য বিবেচিত হন। তবে এক থেকে নবম ক্রমিকে থাকা কর্মকর্তাদের প্রয়োজনীয় ছাড়পত্র সময়মতো না পৌঁছানোয়, কেবল ক্রমিক ১০ থেকে ১২ পর্যন্ত কর্মকর্তাদের জন্য গত শনিবার (৮ নভেম্বর) এসএসবি অনুষ্ঠিত হয়।
এই সিদ্ধান্তের ফলে জ্যেষ্ঠ কর্মকর্তারা গ্রেডেশনে পিছিয়ে পড়বেন এবং পরে যোগদান করা কর্মকর্তারা তাদের সিনিয়রদের নিয়ন্ত্রণে আসবেন, যা চাকরিজীবনে অসম্মান ও মানসিক কষ্টের কারণ হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।
সূত্র জানায়, প্রথম ৯ কর্মকর্তার এনএসআই রিপোর্ট না পাওয়ায় তাদের এসএসবি হয়নি। তবে কর্মকর্তারা প্রশ্ন তুলছেন যে, রিপোর্ট আসা না আসার বিষয়টি কেন কর্মকর্তাদের ওপর প্রভাব ফেলবে এবং এর দায় মন্ত্রণালয় এড়াতে পারে না।
বঞ্চিত ৯ কর্মকর্তার মধ্যে রয়েছেন মৎস্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এস এম রেজাউল করিম, পরিচালক (অভ্যন্তরীণ মৎস্য) ড. মোতালেব হোসেন, পরিচালক (ব্লু ইকনোমি) সাজদার রহমান সহ আরও ছয়জন। তারা সবাই গত বছরের ২০ ডিসেম্বর পরিচালক পদের যোগ্যতা অর্জন করেছিলেন। অন্যদিকে, সাভারের মৎস্য প্রশিক্ষণ একাডেমির পরিচালক অলক কুমার সাহা, মৎস্য অধিদপ্তরের পরিচালক মনিরুল ইসলাম ও খুলনা বিভাগের পরিচালক জাহাঙ্গীর আলম সহ যারা চলতি বছরের ৩০ আগস্ট যোগ্যতা অর্জন করেছেন, তাদের পদোন্নতির জন্য বিবেচিত করা হয়েছে।
এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমাম উদ্দীন কবীর জানান, এ বিষয়ে তার কিছু বলার নেই এবং যা কিছু হয়েছে, সেটা এসএসবি'র সিদ্ধান্তে হয়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং যুগ্ম সচিব মিয়া মো. আশরাফ রেজা ফরিদীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড