ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২
মৎস্য ক্যাডারে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি, প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া
নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন বাছাই বোর্ড (এসএসবি) সভায় মৎস্য ক্যাডারের জ্যেষ্ঠ ৯ কর্মকর্তাকে বাদ দিয়ে ১০ম থেকে ১২তম কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ করা হয়েছে। এই ঘটনায় মৎস্য ক্যাডারের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং পদোন্নতি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিসিএসের ১৭তম ব্যাচের কর্মকর্তারা ১৯৯৮ সালে চাকরিতে যোগ দেন এবং উপপরিচালক হিসেবে দুই বছর পূর্ণ করার পর তারা পরিচালক (তৃতীয় গ্রেড) পদের জন্য যোগ্য বিবেচিত হন। তবে এক থেকে নবম ক্রমিকে থাকা কর্মকর্তাদের প্রয়োজনীয় ছাড়পত্র সময়মতো না পৌঁছানোয়, কেবল ক্রমিক ১০ থেকে ১২ পর্যন্ত কর্মকর্তাদের জন্য গত শনিবার (৮ নভেম্বর) এসএসবি অনুষ্ঠিত হয়।
এই সিদ্ধান্তের ফলে জ্যেষ্ঠ কর্মকর্তারা গ্রেডেশনে পিছিয়ে পড়বেন এবং পরে যোগদান করা কর্মকর্তারা তাদের সিনিয়রদের নিয়ন্ত্রণে আসবেন, যা চাকরিজীবনে অসম্মান ও মানসিক কষ্টের কারণ হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।
সূত্র জানায়, প্রথম ৯ কর্মকর্তার এনএসআই রিপোর্ট না পাওয়ায় তাদের এসএসবি হয়নি। তবে কর্মকর্তারা প্রশ্ন তুলছেন যে, রিপোর্ট আসা না আসার বিষয়টি কেন কর্মকর্তাদের ওপর প্রভাব ফেলবে এবং এর দায় মন্ত্রণালয় এড়াতে পারে না।
বঞ্চিত ৯ কর্মকর্তার মধ্যে রয়েছেন মৎস্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এস এম রেজাউল করিম, পরিচালক (অভ্যন্তরীণ মৎস্য) ড. মোতালেব হোসেন, পরিচালক (ব্লু ইকনোমি) সাজদার রহমান সহ আরও ছয়জন। তারা সবাই গত বছরের ২০ ডিসেম্বর পরিচালক পদের যোগ্যতা অর্জন করেছিলেন। অন্যদিকে, সাভারের মৎস্য প্রশিক্ষণ একাডেমির পরিচালক অলক কুমার সাহা, মৎস্য অধিদপ্তরের পরিচালক মনিরুল ইসলাম ও খুলনা বিভাগের পরিচালক জাহাঙ্গীর আলম সহ যারা চলতি বছরের ৩০ আগস্ট যোগ্যতা অর্জন করেছেন, তাদের পদোন্নতির জন্য বিবেচিত করা হয়েছে।
এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমাম উদ্দীন কবীর জানান, এ বিষয়ে তার কিছু বলার নেই এবং যা কিছু হয়েছে, সেটা এসএসবি'র সিদ্ধান্তে হয়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং যুগ্ম সচিব মিয়া মো. আশরাফ রেজা ফরিদীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী বনাম নোয়াখালীর শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-জানুন ফলাফল
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- রংপুর বনাম চট্টগ্রামের জমজমাট ম্যাচটি শেষ: জেনে নিন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)