ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

ঢাবির পালি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

২০২৫ নভেম্বর ১১ ১৬:৫৩:৪২

ঢাবির পালি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের নবীন বরণ ও ১৪তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিভাগীয় চেয়ারম্যান ড. শান্টু বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, এবং বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আদর্শ কুমার বড়ুয়া।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের নানা পর্যায়ে শেখার অনেক সুযোগ আসে। কোনটি কাজে লাগবে তা নিয়ে অতিরিক্ত ভাবার চেয়ে প্রতিটি সুযোগকে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। বিশ্ববিদ্যালয় জীবন শেখা, অনুশীলন এবং আত্মবিকাশের এক উন্মুক্ত সময় বিশেষ করে ভাষা শেখার দক্ষতা দীর্ঘমেয়াদে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উপকারী হয়ে ওঠে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে উপাচার্য বলেন, আমি বিশ্ববিদ্যালয় জীবনে একটি ডিপ্লোমা প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলাম। তখন বুঝিনি এর উপকারিতা কী হবে, কিন্তু বহু বছর পর সেটিই আমার আন্তর্জাতিক পরিসরে, বিশেষ করে জাতিসংঘে কাজের ক্ষেত্রে অমূল্য হয়ে দাঁড়ায়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, শেখার সুযোগ পেলেই সেটিকে গ্রহণ করো। ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন কিংবা স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ সবই জীবনের বড় সম্পদ হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় এক উন্মুক্ত দ্বারবিশিষ্ট প্রতিষ্ঠান; এখানে ভালো সুযোগ যেমন আছে, তেমনি বিভ্রান্তিরও সুযোগ আছে। এখন তোমাদেরই ঠিক করতে হবে কোন পথটি ধরবে।

উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা এই বিশ্ববিদ্যালয়ের দূত হিসেবে দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে এই প্রত্যাশাই করছি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

আজকের মুদ্রা বিনিময় হার

আজকের মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার লেনদেনও গুরুত্বপূর্ণ... বিস্তারিত