ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাবে নির্বাচনের বিলম্ব: মির্জা ফখরুল ইসলাম 

২০২৫ নভেম্বর ১১ ১৪:০৬:২২

দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাবে নির্বাচনের বিলম্ব: মির্জা ফখরুল ইসলাম 

নিজস্ব প্রতিবেদক :বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন যদি পিছিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নের কিশমত কেশুর বাড়ি লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা প্রচার করছে, যা থেকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। তিনি পিআর পদ্ধতি নিয়ে বলেন, এই প্রক্রিয়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রায় অসম্ভব, কারণ দলের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এছাড়া তিনি সরকারের ওপর সতর্ক করে বলেন, সংস্কারের বিষয়ে যদি জনগণকে জোরপূর্বক চাপানো হয়, তাহলে তার দায় সরকারকেই বহন করতে হবে।

মির্জা ফখরুল সমাবেশে প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করা হবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে শরীরচর্চা শিক্ষক ও সংগীত শিক্ষক বাদ দেয়ার সিদ্ধান্তকে শিক্ষাব্যবস্থায় এক ধরনের অসম্পূর্ণতা হিসেবে উল্লেখ করেন।

সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ ৪নং বড়গাঁও ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি ডা. আহম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং অন্যান্য নেতৃবৃন্দ। শেষ পর্যায়ে দলটির নেতাকর্মীরা আগামীর আন্দোলনকে বেগবান করতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার

আজকের মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার লেনদেনও গুরুত্বপূর্ণ... বিস্তারিত