ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশকে ৫ টহল নৌযান দেবে জাপান

২০২৫ জানুয়ারি ২৮ ১৫:৪৯:৩৪
বাংলাদেশকে ৫ টহল নৌযান দেবে জাপান

ডুয়া ডেস্ক: জাপান বাংলাদেশকে পাঁচটি টহল নৌযান (প্যাট্রল ভেসেল) দেবে। এছাড়াও বায়ুদূষণ পর্যবেক্ষণ সরঞ্জাম সরবরাহের জন্য সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের জন্য জাপান প্রস্তুত রয়েছে। সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি এসব তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, জাপানি রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। আসন্ন সংসদীয় ভাইস মিনিস্টার পর্যায়ের সফরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাপান এ সমর্থনের বার্তা দেবে।

জাপানি রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরে দ্রুত পরামর্শ বৈঠক এবং দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দিয়েছেন।

তিনি দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। জাপানি রাষ্ট্রদূত জানান, আগামী মার্চে জাইকা প্রধান বাংলাদেশ সফর করবেন।

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গাদের মিয়ানমারে রাখাইন রাজ্যে নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনে জাপানের প্রচেষ্টার প্রশংসা করেছেন। বিশেষ করে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের জন্য জাপানের মানবিক সহায়তার প্রশংসা করেছেন তিনি।

রাখাইন রাজ্যের পরিস্থিতির ফলে বাংলাদেশের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে উল্লেখ করে জাতিসংঘের সহযোগিতায় দোহায় অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সংকটবিষয়ক সম্মেলনে জাপানের সহযোগিতা চেয়েছেন।

উভয় পক্ষই দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আন্তর্জাতিক ফোরামে নির্বাচনসংক্রান্ত বিষয়গুলোতে পারস্পরিক সমর্থন নিয়ে আলোচনা করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে