ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

ডিভিডেন্ড-ইপিএস প্রকাশ করবে ৪৪ প্রতিষ্ঠান

২০২৫ নভেম্বর ০৯ ১৬:৪২:১২

ডিভিডেন্ড-ইপিএস প্রকাশ করবে ৪৪ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৪টি কোম্পানি তাদের আর্থিক ফলাফল প্রকাশের জন্য বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে ৪১টি কোম্পানি তাদের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, অর্থাৎ শেয়ারপ্রতি আয় (ইপিএস) অনুমোদনের জন্য সভার তারিখ জানিয়েছে।

পাশাপাশি, অন্য ৩টি কোম্পানি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানাতে পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে।

রোববার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে, সেগুলো নাম, বোর্ড সভার তারিখ ও সময় নিচে উল্লেখ করা হলো—

ইপিএস প্রকাশ করবে ৪১ কোম্পানি

১২ নভেম্বর, ২০২৫, বুধবার

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ (আইসিবি): বিকাল ৫:০০ টায় (প্রথম প্রান্তিক)

তিতাস গ্যাস: সন্ধ্যা ৬:০০ টায় (প্রথম প্রান্তিক)

নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

যমুনা অয়েল কোম্পানি: বিকাল ৫:৪৫ টায় (প্রথম প্রান্তিক)

অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

দেশবন্ধু পলিমার লিমিটেড: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

এসিআই: বিকাল ৪:০০ টায় (প্রথম প্রান্তিক)

এসিআই ফর্মুলেশনস লিমিটেড: দুপুর ২:৪৫ টায় (প্রথম প্রান্তিক)

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড (বিবিএস): বিকাল ৪:০০ টায় (প্রথম প্রান্তিক)

অ্যাপেক্স ট্যানারি লিমিটেড: বিকাল ৩:৩০ টায় (প্রথম প্রান্তিক)

বিবিএস কেবলস লিমিটেড: বিকাল ৩:৩০ টায় (প্রথম প্রান্তিক)

জাহিন স্পিনিং লিমিটেড: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

সি পার্ল বিচ রিসোর্ট: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড: বিকাল ৫:০০ টায় (প্রথম প্রান্তিক)

ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ: বিকাল ৫:৩০ টায় (প্রথম প্রান্তিক)

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড: বিকাল ৩:৩০ টায় (প্রথম প্রান্তিক)

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো): বিকাল ৫:৩০ টায় (প্রথম প্রান্তিক)

পেনিনসুলা চিটাগাং লিমিটেড (পেনিনসুলা): বিকাল ৪:০০ টায় (প্রথম প্রান্তিক)

ইনটেক লিমিটেড: বিকাল ৩:৩০ টায় (প্রথম প্রান্তিক)

রানার অটোমোবাইলস লিমিটেড: দুপুর ২:৪৫ টায় (প্রথম প্রান্তিক)

১৩ নভেম্বর, ২০২৫, বৃহস্পতিবার

শাশা ডেনিমস লিমিটেড: বিকাল ৪:৩০ টায় (প্রথম প্রান্তিক)

বিএসআরএম স্টিলস লিমিটেড: বিকাল ৪:০০ টায় (প্রথম প্রান্তিক)

টেকনো ড্রাগস লিমিটেড: বিকাল ৩:৩০ টায় (প্রথম প্রান্তিক)

বিএসআরএম: বিকাল ৫:০০ টায় (প্রথম প্রান্তিক)

ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড: বিকাল ৩:৩০ টায় (প্রথম প্রান্তিক)

দেশ গার্মেন্টস লিমিটেড: বিকাল ৩:৩০ টায় (প্রথম প্রান্তিক)

প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড (পিটিএল): বিকাল ৪:০০ টায় (প্রথম প্রান্তিক)

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড: বিকাল ৩:৩০ টায় (প্রথম প্রান্তিক)

জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড: বিকাল ৪:০০ টায় (প্রথম প্রান্তিক)

স্টাইলক্রাফ্ট লিমিটেড: দুপুর ২:৪৫ টায় (প্রথম প্রান্তিক)

আইটি কনসালট্যান্টস লিমিটেড (আইটিসি): বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল): বিকাল ৪:৩০ টায় (প্রথম প্রান্তিক)

সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

১৫ নভেম্বর, ২০২৫, শনিবার

বাঙ্গাস লিমিটেড: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

তাল্লু স্পিনিং মিলস লিমিটেড: বিকাল ৩:৩০ টায় (প্রথম প্রান্তিক)

মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড: বিকাল ৪:০০ টায় (প্রথম প্রান্তিক)

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড: বিকাল ৩:৩০ টায় (প্রথম প্রান্তিক)

ডিভিডেন্ড ঘোষণা করবে ৩ কোম্পানি

১২ নভেম্বর, ২০২৫, বুধবার

যমুনা অয়েল কোম্পানি লিমিটেড: বিকাল ৫:৪৫ টায়

১৩ নভেম্বর, ২০২৫, বৃহস্পতিবার

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড: বিকাল ৪:০০ টায়

১৫ নভেম্বর, ২০২৫, শনিবার

সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: বিকাল ৫:৩০ টায়

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত