ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
প্রধানমন্ত্রীর দলীয় দায়িত্ব নিয়ে ছাত্রদলের কঠোর মন্তব্য
নিজস্ব প্রতিবেদক :জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দলের প্রধান কে হবেন তা দলের নেতাকর্মীদের নিজস্ব সিদ্ধান্ত, এবং প্রধানমন্ত্রী দলের প্রধান হতে পারবে না এমন বিধান মৌলিক অধিকারের লঙ্ঘন। তিনি আরও উল্লেখ করেছেন, বিএনপি জুলাই সনদের যে প্রস্তাবনা নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, সেগুলো বাস্তবায়িত হলে জনগণের ভোটে নির্বাচিত সরকারের ভারসাম্য নষ্ট হবে।
রোববার নাছির তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে বলেন, অনেকেই বিএনপির নোট অব ডিসেন্টের বিরোধিতা করেছেন এবং দাবি করেছেন, বিএনপি ক্ষমতার ভারসাম্য চায় না। কিন্তু প্রকৃতপক্ষে, জুলাই সনদের ওইসব প্রস্তাবনাই নির্বাচিত সরকারের ভারসাম্য নষ্ট করবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, বিরোধী দলের নির্দেশনায় নয়।
নাছির উদাহরণ হিসেবে উল্লেখ করেন, প্রস্তাবিত জুলাই সনদে পিএসসিতে নিয়োগের কমিটিতে তিনজন বিরোধী দলের এবং দুইজন সরকারি দলের সদস্য থাকবেন। দুদকের নিয়োগ কমিটিতে একজন সরকারি দলের ও তিনজন বিরোধী দলের প্রতিনিধি থাকবেন। ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে দুইজন সরকারি, তিনজন বিরোধী এবং দুইজন নিরপেক্ষ সদস্য থাকবেন। মহাহিসাব নিরীক্ষক নিয়োগে দুইজন সরকারি ও পাঁচজন বিরোধী দলের প্রতিনিধি থাকবেন।
তিনি বলেন, এসব ক্ষেত্রে সরকারি দলের প্রতিনিধি সংখ্যালঘু থাকবেন, ফলে বিরোধী দল ও টেকনোক্র্যাট সদস্যদের প্রভাব বেড়ে যাবে। এই পরিস্থিতিতে নির্বাচিত সরকারের পক্ষে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না।
নাছির উদাহরণ দিয়ে বলেন, বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে কারণ প্রস্তাবনাগুলো মেনে নিলে নির্বাচিত সরকার ক্ষমতাহীন হয়ে পড়বে এবং বিরোধী দলের অযাচিত হস্তক্ষেপে সরকার নিজস্ব নীতি বাস্তবায়ন করতে পারবে না। এর ফলে গণতান্ত্রিক সরকারের ভারসাম্য নষ্ট হয়ে একটি অকার্যকর সরকার সৃষ্টি হবে। তিনি শেষ করেন, নোট অব ডিসেন্ট নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা