ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

পে কমিশনের মতবিনিময় শেষ, কবে মিলবে সুখবর?

২০২৫ নভেম্বর ০১ ১৯:১৪:১৪

পে কমিশনের মতবিনিময় শেষ, কবে মিলবে সুখবর?

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্তের পথে। পে কমিশনের সদস্যরা বিভিন্ন সমিতি ও অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় শেষ করেছেন গত বৃহস্পতিবার। তবে নতুন পে স্কেল কবে ঘোষণা হবে, তা এখনো স্পষ্ট নয়। অনলাইন মতামত গ্রহণ শেষে মাঠপর্যায়ে সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করে কমিশনের সদস্যরা তিন ভাগে বিভক্ত হয়ে মতবিনিময় সম্পন্ন করেছেন।

কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনে দুই হাজারের বেশি সংগঠন নতুন পে স্কেল প্রস্তাব বিষয়ে মতামত দিয়েছে। যাচাই-বাছাই শেষে ২৫০ থেকে ৩০০ সংগঠনের সঙ্গে সরাসরি মতবিনিময় সম্পন্ন করা হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত এই কার্যক্রম শেষে এখন শুরু হচ্ছে মতামত পর্যালোচনা ও সুপারিশের খসড়া তৈরির কাজ।

সব সদস্যের সম্মতি পাওয়ার পরই কমিশন চূড়ান্ত সুপারিশ তৈরি করে জমা দেবে সরকারের কাছে।

পে কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান সরকার বলেন, “অনলাইন মতামত ১৫ অক্টোবর শেষ হয়েছে, আর সমিতি ও সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় শেষ হয়েছে ৩০ অক্টোবর। এখন আমরা বসে চূড়ান্ত সুপারিশ তৈরির পর্যায়ে যাচ্ছি।”

এদিকে সরকারি কর্মচারীরা দাবি তুলেছেন, ১৫ ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেল সুপারিশ জমা দিতে হবে।

কমিশন গঠনের সময়ই ছয় মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তাই নির্দিষ্ট তারিখ না জানালেও দ্রুত সময়ের মধ্যেই নতুন বেতন কাঠামো ঘোষণার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে পে কমিশন।

কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন, এই পে কমিশনের মূল উদ্দেশ্য বেতন বৈষম্য কমানো। এজন্য বিদ্যমান ২০-গ্রেড কাঠামোর পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ভাষায়, “গ্রেড কমিয়ে বৈষম্য কমানো হবে, এটি নিশ্চিত। তবে চূড়ান্ত কাঠামো প্রকাশের সময়ই জানা যাবে মোট গ্রেড সংখ্যা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত