ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
‘নেতারা দেশ চালাবেন, কিন্তু পুলিশের ওপর প্রভাব বিস্তার করবেন না’
নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, গত নভেম্বরে দায়িত্ব গ্রহণের পরই আমাকে প্রবল প্রতিকূলতার মধ্যে কাজ শুরু করতে হয়েছে। সেই অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। আমাদেরকে বারবার বলতে হয় উনি কি আমাদের লোক? ধারাবাহিকভাবে এই প্রশ্ন উঠেছে।
শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকটি আয়োজন করে প্রথম আলো এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি, যেখানে আলোচনা হয় ‘বাংলাদেশ পুলিশের সংস্কার চ্যালেঞ্জ ও করণীয়’ বিষয়ক।
সভায় শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এরপর পুলিশদের সংস্কার নিয়ে একটি প্রবন্ধ তুলে ধরেন পুলিশের অতিরিক্ত আইজি (অবসরপ্রাপ্ত) ও কল্যাণ সমিতির সহসভাপতি ইয়াসমিন গফুর।
বাহারুল আলম বলেন, আমরা এখনও হতাশা কাটাতে পারিনি। অনেকেই বলছেন, পুলিশ কমিশন এখনই করতে হবে। কিন্তু রাজনৈতিক সরকার আসলে এটি সম্ভব নয়। তখন আমাদের ভবিষ্যৎ কী? রাজনৈতিক নেতারা আমাদের অভিভাবক, তারা দেশ পরিচালনা করেন। তবে কেন আমাদের আস্থা দেওয়া হয় না, এটি হতাশাজনক। আমি চাই রাজনীতি ও প্রশাসনের প্রভাবমুক্ত, স্বতন্ত্র বডির আওতায় পুলিশ হোক।
তিনি আরও বলেন, গত এক বছরে আমরা দেখেছি পুলিশের এবং জনগণের অভিজ্ঞতা কতটুকু ঘৃণা সৃষ্টি হলে পুলিশ স্টেশন থেকে পালিয়ে যায়। গত দেড়শ’ বছরে এমন হয়নি। আমরা আত্ম-অনুসন্ধান করি, গত ১৫ বছরে পুলিশ কীভাবে ব্যবহার হয়েছে। যারা নেতৃত্ব দেয়, রাজনৈতিক দল, তাদের এটা থেকে বেরিয়ে আসতে হবে।
পুলিশ মহাপরিদর্শক দাবি করেন, কার্যকর স্বাধীনতা দিতে হবে। মামলা তদন্ত ও গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো নির্দেশনা আমার কাছে আসতে পারবে না। পুলিশ পরিচালনার নিয়ম আইন অনুযায়ী থাকা উচিত। ১৮৬১ সালের পুলিশ আইনের ৩ ধারায় সরকারের অসীম ক্ষমতা রয়েছে, এটি হ্রাস করা প্রয়োজন। নতুন পুলিশ আইনও প্রয়োজন। সুখের বিষয়, অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নিয়েছে।
গোলটেবিল বৈঠকে অংশ নেন: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম,সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা, পুলিশ সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক শাহনাজ হুদা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির সভাপতি এম আকবর আলী, মানবাধিকার কর্মী নূর খান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, পুলিশের অতিরিক্ত আইজিপি কাজী মো. ফজলুল করীম।
বৈঠকে পুলিশের স্বাধীনতা, রাজনৈতিক প্রভাব হ্রাস, আইন-শৃঙ্খলা রক্ষায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে আলোচনা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি