ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

এনসিপির শীর্ষ নেতৃত্বের আসন ভাগ: কে কোথায় লড়ছেন?

২০২৫ অক্টোবর ৩১ ১৮:১৭:৪৭

এনসিপির শীর্ষ নেতৃত্বের আসন ভাগ: কে কোথায় লড়ছেন?

নিজস্ব প্রতিবেদক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পূর্ণোদ্যমে নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তরুণদের নেতৃত্বে গঠিত এই দল ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। দলের শীর্ষ নেতারা নিজেদের নির্বাচনি এলাকায় প্রচারে নেমেছেন এবং মাঠপর্যায়ে কর্মীদের সক্রিয় করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি ঢাকাসহ অন্তত ১৭০টি আসনে প্রার্থীর খসড়া তালিকা তৈরি করেছে। এসব আসনে দলীয় প্রার্থীরা স্থানীয়ভাবে কাজ শুরু করেছেন।

রাজনৈতিক অঙ্গনে বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলই এনসিপিকে নিজেদের নির্বাচনি জোটে অন্তর্ভুক্ত করতে আগ্রহ দেখিয়েছে। এ নিয়ে পর্দার আড়ালে দুই দলের প্রতিনিধিরা এনসিপির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এনসিপির বেশিরভাগ নেতা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের হাত ধরে জন্ম নেওয়া এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান বজায় রেখে নির্বাচনে অংশ নিতে চায়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স্বতন্ত্র নির্বাচনি প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।

দলের শীর্ষ নেতাদের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, চিকিৎসক ডা. তাসনিম জারা এবং সামান্থা শারমিন ঢাকাসহ আশপাশের বেশ কয়েকটি আসনে নির্বাচনি প্রস্তুতি নিচ্ছেন।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, নাহিদ ইসলাম ঢাকা-৯ বা ১১, আরিফুল ইসলাম আদিব মিরপুর, ডা. তাসনিম জারা ঢাকা-৩, আকরাম হোসেন ও রাসেল আহম্মেদ মোহাম্মদপুর, আরিফ ও সোহেল ঢাকা-৭, এসএম শাহরিয়ার ও নিজাম উদ্দিন ঢাকা-৪ ও ৫, আলাউদ্দিন মোহাম্মদ ঢাকা-১৭, নাসীরুদ্দীন পাটওয়ারী উত্তরা, ফয়সাল মাহমুদ শান্ত ঢাকা-১৯, আসাদুল ইসলাম মুকুল ঢাকা-২০ এবং খান মো. মোরসালিন ঢাকা-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া সামান্থা শারমিন ও নাহিদা সারোয়ার নিভা ঢাকা ও আশপাশের এলাকায় প্রার্থী হতে পারেন।

রাজধানীর বাইরে সদস্য সচিব আখতার হোসেন রংপুর, সারজিস আলম পঞ্চগড় ও হাসনাত আবদুল্লাহ কুমিল্লা থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া দলের উপদেষ্টা পরিষদের দুই সাবেক ছাত্রনেতা এনসিপিতে যোগ দিলে তাদের জন্য পদ ও সংসদীয় আসনের প্রস্তুতিও রাখা হয়েছে।

দলের শীর্ষ পর্যায়ের ধারণা, জুলাইয়ের আন্দোলনের চেতনা বাস্তবায়নের জন্য এনসিপিকে স্বাধীন ও স্বচ্ছ রাজনৈতিক অবস্থান বজায় রাখতে হবে। বিদ্যমান রাজনৈতিক বলয়ের বাইরে থেকে তরুণ নেতৃত্বের বিকল্প শক্তি গড়ে তোলাই দলের মূল লক্ষ্য।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত