ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

সাকিবকে ঘিরে বিতর্ক ও প্রশংসা”এমন ক্রিকেটার ইতিহাসে বিরল”

২০২৫ অক্টোবর ৩১ ১৬:১৪:০২

সাকিবকে ঘিরে বিতর্ক ও প্রশংসা”এমন ক্রিকেটার ইতিহাসে বিরল”

নিজস্ব প্রতিবেদক :সাকিব আল হাসান শেষ দেড় বছর ধরে দেশে ফিরতে পারেননি। স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে তিনিও অন্যান্য আওয়ামী লীগের সংসদ সদস্যদের মতো পলাতক অবস্থায় আছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি দেশে অনুপস্থিত।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, তার মতো ‘অপরাধী’ ক্রিকেটার আগামী ১০০ বছরেও সহজে দেখা যাবে না।

অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা আসিফ আকবর সাকিবকে নিয়ে প্রশংসা করেছেন। তিনি বলেন, “সাকিবের ব্যক্তিত্ব ও ব্যক্তিগত বিষয়গুলো তার নিজস্ব। খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে তার সমমর্যাদা কোনো খেলোয়াড় পাবে কি না, বলা কঠিন। তবে সাকিব আল হাসান হলো সাকিব আল হাসান।”

প্রেস সচিব শফিকুল আলমও ফেসবুকে পোস্ট শেয়ার করে লিখেছেন, “সত্য কথা—আগামী ১০০ বছরেও এমন ক্রিকেটার সহজে আসবে না।” তবে তিনি আরও মন্তব্য করেছেন, “সাকিব বাংলাদেশের প্রতিভাবান ক্রিকেটার হতে পারেন, কিন্তু প্রতিভা ও জাতীয় দলের হয়ে পারফর্ম করা দায়মুক্তি দেয় না। সরকারের সঙ্গে তার সম্পর্ক ও বিতর্কিত রাজনৈতিক সংযোগ বিষয়গুলো জনসাধারণের নজরে আছে। এ সময় তার কর্মকাণ্ডে ব্যক্তিগত লাভের দিকটাই প্রাধান্য পেয়েছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত