ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেসসচিব

২০২৫ অক্টোবর ৩১ ১৫:৩৭:৩০

কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেসসচিব

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে, একেকটি দল একেক কথা বলবে—এটাই স্বাভাবিক নিয়ম। সারা বিশ্বেই এমনটা দেখা যায়। তবে কোনো উত্তাপ বা বিরোধই আসন্ন নির্বাচন ঠেকাতে পারবে না।

তিনি বলেন, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ। তবে সিদ্ধান্ত যাই হোক, ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে, ১৫ ফেব্রুয়ারির পরে নয়। কারণ অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ, একে ঠেকানোর কোনো শক্তিই নেই।

আজ শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত ‘মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন’–এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেসসচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা দেশের মানুষের মঙ্গল, গণতন্ত্রের স্বার্থ এবং সব দলের জন্য কল্যাণকর এমন কাজই করবেন।

তিনি আরও বলেন, ইতিমধ্যে সরকার ‘জুলাই সনদ’ ঘোষণা করেছে এবং এতে স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এর আগে বিভিন্ন কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে, অর্থনীতি পুনরুদ্ধারে অগ্রগতি এসেছে, এবং ট্রায়ালের কাজগুলোও এগিয়ে চলছে।

প্রেসসচিব আরও জানান, আগামী ১৮ তারিখ আদালত শেখ হাসিনার চলমান ট্রায়ালের তারিখ নির্ধারণ করতে পারে। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতেও কাজ চলছে। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বহু বড় ও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাইম প্রমি। এতে আরও বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনসহ অনেকে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত