ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

শনিবার থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিনের দরজা

২০২৫ অক্টোবর ৩১ ১২:৪৯:০১

শনিবার থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিনের দরজা

নিজস্ব প্রতিবেদক: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের দরজা অবশেষে পর্যটকদের জন্য খুলছে। আগামীকাল শনিবার থেকে নির্দিষ্ট কিছু নিয়ম ও নির্দেশনা মেনে পর্যটকরা দ্বীপে ভ্রমণ করতে পারবেন।

সেন্ট মার্টিন ভ্রমণে সরকারি ১২টি নির্দেশনা কঠোরভাবে পালন করতে হবে। জেলা প্রশাসন ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জানান, প্রাকৃতিক ভারসাম্য ও দ্বীপের সৌন্দর্য রক্ষায় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার কারণে এবার পর্যটকবাহী জাহাজ কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে চলাচল করবে, টেকনাফ থেকে নয়।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম বলেন, পর্যটকদের অবশ্যই বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালে অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে, যা ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পর্যটক চলাচল বন্ধ থাকায় সামুদ্রিক জীববৈচিত্র্য পুনরুদ্ধার হয়েছে। সৈকতে শামুক-ঝিনুক বৃদ্ধি, লাল কাঁকড়ার দৌড়ঝাঁপ ও মা কাছিমের ডিম পাড়ার পরিবেশ ফিরে এসেছে।

পরিবেশবিষয়ক সংগঠন ইয়েস কক্সবাজারের চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক বলেন, সীমিত পর্যটনই সেন্ট মার্টিনকে বাঁচাতে পারে। সরকারি প্রজ্ঞাপনের ভিত্তিতে যে নির্দেশনা মানতে হবে পর্যটকদের তা হলো-

নভেম্বর মাসে শুধু দিনের বেলা ভ্রমণ অনুমোদিত, ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপন সম্ভব, ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণ পর্যটক প্রবেশ বন্ধ। প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক প্রবেশ, সৈকতে রাতে আলো বা শব্দ, বারবিকিউ নিষিদ্ধ, কেয়াবন প্রবেশ ও ফল সংগ্রহ-বিক্রয় নিষিদ্ধ। কাছিম, শামুক-ঝিনুক, প্রবালসহ জীববৈচিত্র্যের ক্ষতি সম্পূর্ণ নিষিদ্ধ। মোটরসাইকেল, সি-বাইকসহ মোটরচালিত যান চলাচল বন্ধ। নিষিদ্ধ পলিথিন বহন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার নিরুৎসাহিত। ব্যক্তিগত পানির ফ্লাস্ক ব্যবহার উৎসাহিত।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেন্ট মার্টিন দ্বীপে প্রায় ১,৭৬০ প্রজাতির প্রাণী ও সামুদ্রিক জীব বৈচিত্র্য রয়েছে, যা অতিরিক্ত চাপের কারণে ঝুঁকির মধ্যে পড়েছিল। সরকারের আশা, নতুন নিয়ম ও নিয়ন্ত্রণ মেনে চললে সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশবান্ধব পর্যটনের আন্তর্জাতিক উদাহরণ হিসেবে পরিচিত হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত