ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
শাপলার কলি মূল প্রতীকের সহজ স্বীকৃতি : আখতার হোসেন
.jpg) 
                                    নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শাপলার প্রতীক হিসেবে কোনো বিকল্প গ্রহণ করা সম্ভব নয়। তবে নির্বাচন কমিশন শাপলার ভেতর থেকেই নতুন প্রতীক হিসেবে শাপলা কালি (শাপলার কলি) প্রবর্তন করেছে। দলের পক্ষ থেকে এখন লক্ষ্য করা হচ্ছে, এই শাপলা কালি কতটা দৃষ্টিনন্দন এবং কার্যকরভাবে শাপলার মূল প্রতীককে প্রতিস্থাপন করতে পারে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে আখতার হোসেন বলেন, “এনসিপি সবসময় বলেছে, শাপলার কোনও বিকল্প নেই। আমরা সবসময় চাই, শাপলার প্রতীককে যথাযথভাবে প্রতিস্থাপন করা হোক। কিন্তু পরিবর্তন আনতে হলে সেটা শাপলার ভেতর থেকেই হতে হবে। তাই আমরা বিভিন্ন শাপলার ডিজাইন তুলে ধরেছি এবং নির্বাচনী পরিবেশে শাপলা কালি সেই বিকল্প হিসেবে হাজির হয়েছে।”
তিনি আরও বলেন, “শাপলার মূল আকৃতি এবং শাপলা কালি নতুন প্রতীকের সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা যাচাই করা প্রয়োজন। আমাদের লক্ষ্য হচ্ছে, ভোটাররা নতুন প্রতীককেও সহজে চেনে এবং স্বীকৃতি দেয়। প্রতীকটি নির্বাচন প্রক্রিয়ায় কতটা কার্যকর হবে এবং শাপলার মূল ভাবার্থ ধরে রাখতে পারবে, সেটিই এখন আমরা দেখতে চাই।”
এনসিপির এ উচ্চপদস্থ নেতা আরও উল্লেখ করেন, শাপলার ভেতরের প্রতীক হিসেবে শাপলা কালি প্রবর্তন করা হলেও, এটি কেবল একটি বিকল্প। মূল প্রতীক শাপলা যে অবস্থানে রয়েছে, সেটি ধরে রাখাই দলের জন্য গুরুত্বপূর্ণ। তিনি ভোটারদেরও সচেতন থাকার আহ্বান জানান, যাতে নতুন প্রতীকও জনগণের মধ্যে গ্রহণযোগ্য হয় এবং নির্বাচন প্রক্রিয়ায় বিভ্রান্তি না সৃষ্টি করে।
শাপলার প্রতীকটি জাতীয় নাগরিক পার্টির জন্য বিশেষ গুরুত্ব বহন করে। তাই শাপলা কালি নিয়ে দলের সকল পর্যায়ের নেতা-কর্মী এবং সমর্থকরা এখন যথাযথ পর্যবেক্ষণ করছেন। আখতার হোসেনের বক্তব্য অনুযায়ী, শাপলার ভেতর থেকে এই বিকল্প প্রতীক তৈরি করায়, এটি মূল শাপলার সঙ্গে সম্পর্কিত থাকা এবং ভোটারদের জন্য সহজে চেনার উপযোগী হওয়া নিশ্চিত করবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 
                         
                    -300x200.jpg) 
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
             
            -300x200.jpg) 
             
             
             
                    -100x66.jpg) 
                    