ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

জেনে নিন জুমার দিনের বিশেষ আমলসমূহ

২০২৫ অক্টোবর ৩১ ১১:৫০:০২

জেনে নিন জুমার দিনের বিশেষ আমলসমূহ

ডুয়া ডেস্ক: জুমার দিন ইসলামে বিশেষ মর্যাদা ও গুরুত্বপূর্ণ আমলপূর্ণ দিন হিসেবে স্বীকৃত। পবিত্র কোরআনে মুমিনদের জুমার দিন নামাজের জন্য দ্রুত মসজিদে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং হাদিসে এই দিনে করা আমলগুলোকে বিশেষ সওয়াবের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। মুসলিম উম্মাহর জন্য জুমার দিনে পবিত্রতার প্রতি মনোযোগ, নামাজে খুতবা শোনা, দোয়া করা এবং সুরা কাহাফ পাঠের মাধ্যমে আল্লাহর রহমত ও গুনাহ মাফ হওয়ার আশ্বাস পাওয়া যায়।

জুমার দিনের বিশেষ আমলসমূহ-

১. বিশেষ মর্যাদা: হাদিসে উল্লেখ আছে, জুমার দিনে আদম (আ.)-কে সৃষ্টি, পৃথিবীতে অবতরণ ও মৃত্যু দেওয়া হয়েছে। এই দিনে এমন সময় আছে, যখন বান্দার দোয়া আল্লাহ কবুল করেন এবং কিয়ামতও এই দিনে সংঘটিত হবে।

২. জুমার নামাজ আদায়: গোসল, সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাওয়া ও খুতবা মনোযোগ দিয়ে শোনা দুটি জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে।

৩. গোসল করা: জুমার দিনে গোসল করা, আগে মসজিদে পৌঁছানো ও ইমামের কাছে বসে খুতবা শোনা মহান সওয়াব প্রদান করে।

৪. মসজিদে আগে প্রবেশ করা: আগে মসজিদে প্রবেশ করা যেন কোরবানি করার সমতুল্য। প্রথম আগমনকারীর জন্য এক উট, পরবর্তীদের জন্য ক্রমে গরু, ছাগল, মুরগি এবং ডিম সদকার সমতুল্য সওয়াব রয়েছে।

৫. দোয়া কবুলের বিশেষ মুহূর্ত: জুমার দিনে একটি নির্দিষ্ট সময় রয়েছে (আছরের শেষ সময়ে), যখন দোয়া করলে আল্লাহ তা কবুল করেন।

৬. সুরা কাহাফ পাঠ: জুমার দিনে সুরা কাহাফ পাঠ করা দুই জুমার মধ্যবর্তী সময়ে আলোকিত জীবন দেয়। শেষ ১০ আয়াত পাঠ করলে দাজ্জালের ক্ষতি থেকে সুরক্ষা পাওয়া যায়।

৭. গুনাহ মাফ হওয়া: জুমার দিনে গোসল ও সুগন্ধি ব্যবহারসহ নামাজ আদায় করলে দুটি জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ হয়।

৮. দরুদ পাঠ: নবীজি (সা.)-এর ওপর বেশি দরুদ পাঠ করা উচিত। হাদিসে বলা হয়েছে, জুমার দিনে দরুদ নবীজি (সা.)-এর কাছে পেশ হয় এবং এটি বিশেষ মহিমা সম্পন্ন।

জুমার দিন পালন ও এই আমলগুলোতে মনোযোগ দিয়ে একজন মুসলিম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা, সওয়াব ও গুনাহ মোচনের আশ্বাস পেতে পারেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত