ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

আইজিপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

২০২৫ অক্টোবর ৩০ ১৮:০১:৩৫

আইজিপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের উপদেষ্টা লিনফোর্ড এনড্রুজ। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন পর্যবেক্ষকদের নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আইজিপি বাহারুল আলম বৈঠকে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুলিশ কাজ করছে। নির্বাচনে দায়িত্ব পালনে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, “অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পুলিশের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”

তিনি আশ্বস্ত করে বলেন, বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে কাজ করছে।

বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কমনওয়েলথ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত