ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
চট্টগ্রামের সাবেক পুলিশ প্রধান আদালতে
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে জুলাই আন্দোলনের সময় ছাত্রদল নেতা ওয়াসিমের হত্যার ঘটনায় এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় ট্রাইব্যুনাল-১ এ তাকে আদালতে উপস্থিত করা হয়।
সাবেক কমিশনার সাইফুল ইসলামকে ঢাকা থেকে গত ১২ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। চট্টগ্রামের চান্দগাঁও থানার একটি মামলায় গ্রেফতার হওয়ার পর তিনি এতদিন জেলহাজতে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ততা এবং জুলাই আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার বিরুদ্ধে ২৫টির অধিক মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার ও নির্যাতনের।সাইফুল ইসলাম চট্টগ্রাম মহানগর পুলিশের ৩২তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচের কর্মকর্তা। চট্টগ্রাম পুলিশে কমিশনার হওয়ার আগে ঢাকার মেট্রোরেল (এমআরটি)-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তারা দাবি করেছেন, সাইফুল ইসলাম নিরীহ ছাত্র-জনতার বিরুদ্ধে প্রকাশ্য অভিযুক্তি ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে আন্দোলন দমন করেছেন। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য তার উপস্থিতি নিশ্চিত করেছে। এছাড়া তদন্ত চলাকালীন অন্যান্য সাক্ষ্যপ্রমাণ ও সংযুক্তি সমন্বিতভাবে পর্যালোচনা করা হচ্ছে, যা আগামী শুনানিতে মামলার প্রমাণ উপস্থাপন করবে।এই মামলার প্রেক্ষিতে মানুষের মধ্যে উত্তেজনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে। আদালত বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি