ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

ঐকমত্য নয়, প্রতারণা করেছে কমিশন: বিএনপি

২০২৫ অক্টোবর ৩০ ১২:০৪:২৫

ঐকমত্য নয়, প্রতারণা করেছে কমিশন: বিএনপি

নিজস্ব প্রতিবেদক :জাতীয় ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের প্রণীত সুপারিশমালা ‘প্রতারণামূলক’ এবং তা অবিলম্বে সংশোধন করতে হবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক এহসান মাহমুদের লেখা ‘বিচার সংস্কার নির্বাচন : অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, যিনি একইসঙ্গে কমিশনের চেয়ারম্যান। অবাক ব্যাপার হলো—আমরা যেসব বিষয়ে আপত্তি জানিয়েছিলাম, সেই নোট অব ডিসেন্টগুলো চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।” তিনি অভিযোগ করেন, এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি প্রতারণা এবং অবিলম্বে সংশোধন করা জরুরি।

বিএনপি মহাসচিব বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে তিনি প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন। কিন্তু যদি তা থেকে সরে আসা হয়, তার পূর্ণ দায়ভার তাকেই নিতে হবে।” তিনি আরও বলেন, “দেশের বর্তমান সংকটের মূলেই রয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। যত দেরি হচ্ছে, ততই অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিচ্ছে।”

এ সময় আলোচনায় অংশ নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি ক্ষেত্রের সংস্কার ছাড়া নতুনভাবে রাষ্ট্রের যাত্রা সম্ভব নয়। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, “ন্যায়বিচারহীনতা, অবাধ নির্বাচন না হওয়া এবং একতরফা সংস্কার সংস্কৃতির কারণে জনগণের রাষ্ট্রের প্রতি আস্থা হারাচ্ছে।” সাংবাদিক সোহরাব হাসান বলেন, “স্বৈরাচার পতনের পর থেকেই বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে, যা আজও রয়ে গেছে।” কবি শাহনাজ মুন্নী বলেন, “এহসানের বইটি বিচার, সংস্কার ও নির্বাচনের তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভকে বিশ্লেষণ করেছে।”

অন্যদিকে, রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে বিএনপি আয়োজিত গোলটেবিল বৈঠকে সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকা নিরপেক্ষ নয়। তাদের সুপারিশ সরকারের পক্ষে পক্ষপাতমূলক। রেফারিকে কখনো গোল দিতে দেখিনি, কিন্তু তারা সেটাই করেছেন।” তিনি বলেন, “সরকার ও কয়েকটি দল একপক্ষ হয়ে খেলছে, আমরা ছিলাম বিপক্ষে। ফলে কমিশনের প্রস্তাবে কোনো ঐকমত্য হয়নি, বরং জাতিকে বিভক্ত করার আশঙ্কা তৈরি হয়েছে।”

সালাহউদ্দিন আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের জন্য ৪৮ দফার ওপর গণভোটের প্রস্তাব আমাদের সঙ্গে আলোচনাই হয়নি। এতদিনের আলোচনা তাহলে অর্থহীন ছিল।” আরপিও সংশোধন ও জোটের প্রতীকসংক্রান্ত সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, “জোটবদ্ধ দলগুলোকে নিজস্ব প্রতীকে নির্বাচনে বাধ্য করা অগণতান্ত্রিক সিদ্ধান্ত। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ আচরণ করবে, কিন্তু সাম্প্রতিক পদক্ষেপগুলো হতাশাজনক।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজ রাজধানীতে যেসব কর্মসূচি রয়েছে

আজ রাজধানীতে যেসব কর্মসূচি রয়েছে

রাজধানী ঢাকায় প্রতিদিন নানা সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ড চলে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির সময়সূচি তুলে ধরা হলো— বাণিজ্য... বিস্তারিত