ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

ফের মেট্রোরেল চলাচল বন্ধ

২০২৫ অক্টোবর ২৯ ২৩:৩৩:১৩

ফের মেট্রোরেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মেট্রো চলাচলে আবারও বিপত্তি। বুধবার (২৯ অক্টোবর) রাত সোয়া নয়টা থেকে আগারগাঁও থেকে শাহবাগ অংশের মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, সম্প্রতি ফার্মগেট এলাকায় যে স্থানে বিয়ারিং প্যাড পড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, ঠিক সেই স্থানে ট্রেন চলাচলের সময় সামান্য কম্পন অনুভূত হয়েছে। এই কম্পনের কারণেই চালক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়।

চলাচল স্থগিতে কর্তৃপক্ষ যা বলছে

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্র অনুযায়ী, ফার্মগেট দুর্ঘটনাস্থলে ট্রেন চলার সময় চালক অস্বাভাবিক কম্পন অনুভব করেন। চালকের সতর্কবার্তা পাওয়ার পরই ডিএমটিসিএল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং কম্পন পর্যবেক্ষণ না করা পর্যন্ত আগারগাঁও-শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

যাত্রাপথে বর্তমান অবস্থা

মেট্রোরেল সূত্রে জানা গেছে, আংশিকভাবে এই পরিষেবা বন্ধ থাকলেও, মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেনটি ছাড়ার সময় রাত সাড়ে ৯টা এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের দিকে সর্বশেষ ট্রেনটি ছাড়ার সময় ১০টা ১০ মিনিট। ডিএমটিসিএল সূত্র নিশ্চিত করেছে যে, রাতের এই সীমিত সময়ের মধ্যে আগারগাঁও-শাহবাগ অংশ আর চালু হওয়ার সম্ভাবনা নেই।

দুর্ঘটনা এবং ধীরগতির পুনরাবৃত্তি

উল্লেখ্য, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের পশ্চিমে পিলার ও উড়ালপথের সংযোগস্থলে থাকা একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় আবুল কালাম নামের এক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার পর মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল, যা পরে বেলা তিনটায় প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যা সোয়া সাতটার দিকে মতিঝিল থেকে শাহবাগ অংশে পুনরায় চালু করা হয়েছিল। যদিও পুরো পথে মেট্রোরেল চলাচল শুরু হয়েছিল, তবুও গত তিন দিন ধরে ফার্মগেটের দুর্ঘটনাস্থলে সতর্কতার অংশ হিসেবে ট্রেনের গতি কমিয়ে ধীরগতিতে চালানো হচ্ছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত