ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
লন্ডনগামী বিমানের ধাক্কা, বোর্ডিং ব্রিজের সংঘর্ষে ফ্লাইট বিলম্ব
নিজস্ব প্রতিবেদক :সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০১ বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা লাগায় যাত্রা উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার যাত্রী বোর্ডিং চলাকালীন বোর্ডিং ব্রিজের সঙ্গে সংঘর্ষে বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় বিমানবন্দরের তৎপর কর্মকর্তারা নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বিমানটি অবিলম্বে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। ফ্লাইটটির যাত্রীদের নিরাপদভাবে পরিবহনের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত বিমানের প্রযুক্তিগত অবস্থা বিস্তারিতভাবে যাচাই করছেন। তাদের মতে, ইঞ্জিনের পাশাপাশি বিমানের কিছু কাঠামোগত অংশও পরীক্ষা করা প্রয়োজন। এই পরীক্ষার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, বিমানটি উড্ডয়নের জন্য নিরাপদ কি না। বিমান মেরামতের কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত ফ্লাইটটি বাতিল রাখা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের পর যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা হবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, “বোর্ডিং ব্রিজের সঙ্গে সংঘর্ষের কারণে নিরাপত্তার স্বার্থে বিমানটি অবিলম্বে পরীক্ষা করা হয়েছে। বিমান মেরামত শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইটটি বাতিল রাখা হয়েছে। একই সঙ্গে বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকা থেকে আরেকটি বিমান পাঠানো হচ্ছে, যাতে দুপুর আড়াইটার দিকে লন্ডনগামী ২৬২ যাত্রীকে নিরাপদভাবে পৌঁছে দেওয়া যায়।”
এ ঘটনায় বিমানবন্দরে অবস্থান করা যাত্রীরা প্রাথমিকভাবে হতাশ হলেও বিমান কর্তৃপক্ষের দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণে তারা কিছুটা স্বস্তি অনুভব করেছেন। বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মেরামতের সময়সীমা নির্ধারণের কাজ এখনও চলমান। আগামী কয়েক ঘন্টার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা বিস্তারিত রিপোর্ট তৈরি করবেন এবং যাত্রীদের জন্য পরবর্তী আপডেট জানানো হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস